X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ইডির দফতরে পি কে হালদারের সহযোগী পূর্ণিমা

রক্তিম দাশ, কলকাতা
৩০ জুন ২০২২, ১৯:৫৫আপডেট : ৩০ জুন ২০২২, ২০:১৬

বাংলাদেশ থেকে সাড়ে তিনশ’ কোটি অর্থ পাচার মামলায় অভিযুক্ত কলকাতায় আটক পি কে হালদারের সহযোগী পূর্ণিমা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির দফতরে হাজিরা দিয়েছেন। এরআগে অর্থপাচারে পি কে হালদারের মামলায় ইডির নোটিশ দেওয়া হয়েছিল পূর্ণিমাকে।

বুধবার (২৯ জুন) কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে যান পি কে হালদার কাণ্ডের অন্যতম অভিযুক্ত পূর্ণিমা মৈত্র ওরফে পূর্ণিমা হালদার। জানা যায়, আইনজীবী আলি হায়দারকে সঙ্গে নিয়ে বুধবার বেলা ১০টা ৫৫মিনিট নাগাদ ইডি দফতরে হাজিরা দিতে আসেন তিনি। অভিযুক্ত পূর্ণিমার স্বামী স্বপন মৈত্রকে (মিস্ত্রি) এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে আগেই গ্রেফতার করেছে ইডি।

এদিন তিনি দাবি করেন, তাদের ফাঁসানো হয়েছে। তবে তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলা নিয়ে মুখ বলতে চাননি তিনি।

গত শনিবার বিকালে ইডির তরফ থেকে অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৫২৭/৮ নম্বর বাড়িতে নোটিশ পাঠায় ইডি। সেই সময় বাড়িতে কেউ না থাকায়, তালা বন্ধ বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে চলে যান কর্তৃপক্ষ। সেখানেই সল্টলেকে ইডি দফতরে দেখা করতে বলা হয়েছিল পূর্ণিমাকে। হাজিরা দেওয়ার সময় নিজের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং বারাসতে তাদের নামে থাকা একটি ফ্ল্যাট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছিল তাকে।

কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত মে মাসে ভারতে গ্রেফতার হয় প্রশান্ত কুমার হালদারকে, যিনি পি কে হালদার নামে পরিচিত। ভারতে তাকে আটক করে ইডি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের তরফে পি কে হালদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা করা হয়েছিল। এসব মামলায় তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

/এলকে/
সম্পর্কিত
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়