X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিয়েবাড়িতে যাওয়ার পথে বাস খাদে, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ১১:১৪আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১১:২৮

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে একটি বাস ৪০ জনেরও বেশি আরোহী নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে উত্তরাখন্ডের পাউরি গাড়ওয়ালের সিমদি গ্রামে বাসটি একটি পাহাড়ি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ধুমকোটের বিরোখাল এলাকায় বাসটি খাদে পড়ে যায়। রাতভর অভিযান চালিয়ে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ ও এসডিআরএফের উদ্ধারকর্মীরা ২১ জনকে উদ্ধার করতে সমর্থ হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুইটারে দেওয়া পোস্টে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, ‌এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হরিদ্বার পুলিশের প্রধান স্বতন্ত্র কুমার সিং জানিয়েছেন, জেলার লালধাং থেকে পাউরি জেলার বিরখালের একটি বিয়েবাড়িতে যাচ্ছিল বাসটি।

মর্মান্তিক এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি বলেছেন, রাজ্য সরকার নিহত ব্যক্তিদের পরিবারের পাশে আছে।

পুস্কর সিং ধামি জানান, রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (এসডিআরএফ)-এর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছে। স্থানীয় গ্রামবাসীও উদ্ধার অভিযানে সহায়তা করছে।

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিরা দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

/এনএআর/এমপি/
সম্পর্কিত
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
সর্বশেষ খবর
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি