X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতের পঞ্চম বৃহৎ বাণিজ্যিক অংশীদার রাশিয়া, বাংলাদেশ ২৩তম

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ১১:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৫:২৫

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর তেল আমদানি বৃদ্ধির ফলে রাশিয়া এখন ভারতের পঞ্চম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়কালে এই অবস্থানে চলে এসেছে রাশিয়া। গত অর্থবছরে দেশটির অবস্থান ছিল ২৫তম। বর্তমানে ভারতের ২৩তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বিপুল পরিমাণে তেল ও সারের চালান আমদানির ফলে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। ভারতের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে শীর্ষ দুটি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৩তম। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারতের রফতানির পরিমাণ ছিল ৬ হাজার ৬৬৩ মিলিয়ন ডলার। বিপরীতে বাংলাদেশ থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৬৮ মিলিয়ন ডলার।

ভারত সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমান অর্থবছরের প্রথমার্ধে রাশিয়ায় ভারতের রফতানি ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৩ বিলিয়ন ডলারে। বিপরীতে আমদানি পাঁচ গুণ বেড়ে হয়েছে ২১.৩ বিলিয়ন ডলার। ২০২১ সালের এপ্রিল-সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৪.২ বিলিয়ন ডলার।

এই সময়ে ভারতে রাশিয়ার তেল আমদানি বেড়েছে ৮ গুণেরও বেশি। এর আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। আর সারের আমদানি বৃদ্ধি ছিল আরও কয়েকগুণ বেশি।

ভারতের বৃহত্তম ২৫ বাণিজ্যিক অংশীদার

ভারত সরকার তেল কোম্পানিগুলোকে আরও বেশি রুশ তেল কেনার অনুমতি দেয়। এর ফলে ভারতের তেলের উৎস হিসেবে অক্টোবরে রাশিয়া ছিল বৃহত্তম। ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ ও পশ্চিমা দেশগুলোর চাপ থাকলেও রুশ তেল কেনা অব্যাহত রাখে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও তেলমন্ত্রী হারদিপ পুরি বলে আসছেন, ভারত নিজেদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও বলেছেন, রুশ তেল কেনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করেছে।

/এএ/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ আইসিজে’র
সর্বশেষ খবর
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়