X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২
ভারতের রাজনীতি

উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে অযোগ্য করা হয়েছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৭:৪৬আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৮:৪১

পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, অযোগ্য ঘোষণা করা হলেও লড়াই চালিয়ে যাবেন।

ভারতের পার্লামেন্ট শুক্রবার রাহুলকে মানহানির একটি মামলায় দুই বছরের কারাদণ্ড দেয়। এরপর তার এমপির মর্যাদা কেড়ে নেওয়া হয়। ২০১৯ সালে একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল।

শাসক বিজেপি বলছে, তাকে বহিষ্কার করা হয়েছে সংসদীয় নিয়ম মেনেই।

২০১৩ সালের সুপ্রিম কোর্টের একটি আদেশে বলা হয়, একজন আইনপ্রণেতা অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বা তার বেশি বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে অবিলম্বে পার্লামেন্ট থেকে তাকে যেন  অযোগ্য ঘোষণা করা হয়।

এক সংবাদ সম্মেলনে শনিবার রাহুল গান্ধী বলেন, ‘আমি অযোগ্য হলেও তাতে আমার কিছু আসে যায় না। আমাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করুন। তারপরও আমি চালিয়ে যাব, থামব না।’

ভারতের বিরোধী দলগুলো সব সময় রাজনৈতিক ইস্যুতে একমত হয় না। তারপরও তাদের অনেকেই এ ঘটনায় রাহুলকে সমর্থন করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার ১৪টি দল সুপ্রিম কোর্টের হাজির হয়েছিল। তারা অভিযোগ করে, ফেডারেল সরকার বিজেপির বিরোধীদের লক্ষ্যবস্তু করতে তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অভিযোগ করে বলেন, ‘আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য সংসদীয় তদন্তের দাবির সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপের যোগসূত্র আছে।’

 

 

চলতি বছরের শুরুতে আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়, বিশাল কারসাজির মাধ্যমে পুঁজিবাজারে হস্তক্ষেপ করেছে আদানি গ্রুপ। আর্থিক জালিয়াতির অভিযোগ অবশ্য অস্বীকার করেছে আদানিরা।

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানিকে নিয়ে কিছু শুনতে ভয় পাচ্ছেন। তাই আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিষয়টা এখন স্পষ্ট।’

সাজা স্থগিত না হলে বা মামলায় খালাস না হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না রাহুল।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দাবি, রাহুলকে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্তটি সংসদীয় আইন অনুসারে ছিল। রায় নিয়ে প্রশ্ন তোলার জন্য কংরেসের সমালোচনা করেছে বিজেপি।

ফেডারেল শ্রম মন্ত্রী ভূপেন্দর যাদব বলেন, ‘রাহুল গান্ধী ওবিসি (মোদি) নামে পরিচিত গোষ্ঠীর সদস্যদের অপমান করেছেন। কোনও পদবীকে অপমান করা বাক স্বাধীনতা নয়।’

তবে কিছু বিশেষজ্ঞ রাহুলের শাস্তির তীব্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগের সহযোগী অধ্যাপক জয়জিৎ পাল বলেন, ‘রাহুল যে অপরাধ করেছেল, তাতে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়া অত্যন্ত অস্বাভাবিক।’ সূত্র: এনডিটিভি, বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর