যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভারতের রাজধানী দিল্লিতে শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। পানি ইতোমধ্যে ‘বিপদসীমা’ অতিক্রম করেছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, গত ৪৫ বছরের মধ্যে এমন পানি বৃদ্ধি হয়নি যমুনায়।
কর্মকর্তারা বলছেন, জুনে শুরু হওয়া এই বর্ষা মৌসুমে এখনও পর্যন্ত দিল্লির কাছাকাছি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত মাসের শেষের দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে অন্তত ৮৮ জন মারা গেছেন।
যমুনার পাশের অস্থায়ী বাড়িতে বসবাসকারীরা বুধবার শহরে স্থাপিত আড়াই হাজার ত্রাণ শিবিরে অবস্থান নিয়েছে।
কেজরিওয়াল বলেন, পানি স্তর আরও বাড়তে পারে। পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বন্যার ঝুঁকিও বাড়ছে।
কৃষিনির্ভর ভারতে মৌসুমী বর্ষা আশির্বাদ হলেও প্রতি বছর অনেক মৃত্যু এবং সম্পত্তির ধ্বংসের কারণ হয় তা। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান চরম আবহাওয়ার সাক্ষী হয়েছে ভারত। উত্তর ভারতের বেশিরভাগ অংশে চরম তাপপ্রবাহের কয়েক সপ্তাহ পরে টানা বৃষ্টি আসে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে।
সূত্র: বিবিসি