পণ্য রফতানির আড়ালে কোটি কোটি রুপির হেরোইন পাচার হিলি সীমান্তে। গোপন খবরে দাঁড়িয়ে থাকা মালবোঝাই লরি থেকে উদ্ধার প্রায় ১২ কোটি রুপির হেরোইন জব্দ করলো বিএসএফ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের এই ঘটনায় আরও উদ্ধার হয়েছে কয়েক লাখ রুপির ইয়াবা ট্যাবলেট। যদিও এই ঘটনায় গাড়ির মালিক বা চালক কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ।
গত শনিবার বাংলাদেশে খইল বোঝাই ট্রাক থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এম্পোল। ঘটনার সাতদিন না কাটতেই ফের হিলি সীমান্তে মাল বোঝাই ট্রাক থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ হেরোইন। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি রুপি বলে দাবি করেছে বিএসএফ।
পুলিশ ও বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, দুপুরে হিলির বিপ্লবী সংঘ পুজো মন্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভুষি বোঝাই লরিতে গোপন খবর পেয়ে অভিযান চালায় ৬১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের সদস্যরা। যেখানে পৌঁছে গাড়ি চালকের কেবিনে তল্লাশি চালাতেই বিরাট সফলতা উঠে আসে বিএসএফ জওয়ানদের হাতে। উদ্ধার হয় ২২ প্যাকেট হেরোইন ও ৫ প্যাকেট ইয়াবা ট্যাবলেট। প্রায় আড়াই কেজি ওজনের ওই হেরোইনের বাজার মূল্য ১২ কোটি রুপি বলে দাবি করেছে বিএসএফ।
ঘটনার পর থেকেই হিলির হাড়িপুকুরের বাসিন্দা তথা লরি মালিক অশোক মণ্ডল পলাতক। যদিও পরে জব্দৃকত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট গুলি পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
এই বিষয়ে বিএসএফের তরফে তেমন কিছু বলতে চাওয়া না হলেও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, হিলিতে এ ধরণের একটি ঘটনার খবর পেয়েছেন। পুলিশের হাতে বিষয়টি তুলে দেওয়া হলে তারা এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করা হবে।