X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মানি লন্ডারিং মামলা: কংগ্রেস-ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের ৭৫২ কোটি রুপির সম্পদ বাজেয়াপ্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৪

ভারতের বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজিএল) এবং ইয়াং ইন্ডিয়ার বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলার তদন্তে ৭৫১ কোটি ৯০ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমন সময় এই পদক্ষেপ নেওয়া হলো, যখন দেশটির পাঁচটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) ইডি এজিএল-এর প্রতিষ্ঠান সংবাদ ন্যাশনাল হেরাল্ডের কার্যালয়সহ ৭৫১ কোটি ৯০ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্ত করে। ২০১৪ সালের একটি অভিযোগের পর আদালতের আদেশের ভিত্তিতে ইডি অর্থপাচারের তদন্ত শুরু করে সংস্থাটি।

এ ঘটনায় সরকারি দল বিজেপির নেতারা বলছেন, সরকার থেকে দেওয়া সম্পত্তি বেসরকারিভাবে ব্যবহার করা হচ্ছে; যা অনৈতিক। কংগ্রেস পরিবার নিয়মের অপব্যবহার করে ব্যবসা করছে। এর জন্য কংগ্রেস পরিবারকে জবাবদিহি করতে হবে। অন্যদিকে কংগ্রেস নেতারা বলছেন, নির্বাচন সামনে রেখে সবার দৃষ্টি অন্যদিকে সরাতে ইডিকে ব্যবহার করে এটি করানো হচ্ছে। 

ইডি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পত্রিকাটির প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে (পিএমএলএ) একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র, তার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) এবং পরিচালন তথা মালিক সংস্থা ইয়াং ইন্ডিয়ার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে এই তালিকায়। প্রতিষ্ঠানগুলোর মালিক সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও রয়েছেন।

ইডি জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে এজেএল এর দিল্লি, মুম্বাই ও লক্ষ্ণৌজুড়ে ছড়িয়ে থাকা স্থাবর সম্পত্তির ৬৬১ দশমিক ৬৯ কোটি রুপি এবং ইয়াং ইন্ডিয়ার কাছে ‘অপরাধের আয়ের’ ৯০ দশমিক ২১ কোটি রুপি, যা ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের রয়েছে। সংস্থাটি এই মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গকে জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য রেকর্ড করেছে।

ইডি কর্তৃক এই সম্পদ বাজেয়াপ্তের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা অভিষেক সিংভি বলেছেন, বিভিন্ন রাজ্যে চলমান নির্বাচনে নিশ্চিত পরাজয় থেকে মনোযোগ সরানোর জন্যই ইডিকে ব্যবহার করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নরেন্দ্র মোদি সরকারের ‘মরিয়াভাব’ পরিলক্ষিত হয়েছে।

তিনি বলেন, এর পেছনে বিজেপির হাত রয়েছে এবং নির্বাচনের মধ্যে মানুষকে বিভ্রান্ত করতে ও নির্বাচন বিমুখ করতে এই প্রতারণা। কোনও বিজেপি জোট, সিবিআই, ইডি বা আইটি বিজেপির আসন্ন পরাজয় ঠেকাতে পারবে না।

১৯৩৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা মিলে ন্যাশনাল হেরাল্ড তৈরি করেছিলেন। এজিএল কর্তৃক এই সংবাদপত্র প্রকাশ করা হতো। এ ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে উর্দু এবং হিন্দি সংস্করণে ‘কওমি আওয়াজ’ এবং ‘নবজীবন’ নামে পত্রিকা প্রকাশ করে আসছিল। ২০০৮ সালে কংগ্রেসের থেকে ৯০ কোটি টাকার ঋণ পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হওয়ার পর এই সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়। ২০১০ সালে ‘ইয়াং ইন্ডিয়া’ নামের একটি প্রতিষ্ঠান এজিএল অধিগ্রহণ করেছিল। ইয়াং ইন্ডিয়ার পরিচালনা পর্ষদে বিজেপির শীর্ষ নেতা সোনিয়া গান্ধী ও তার পুত্র রাহুল গান্ধীও ছিলেন।

২০১৩ সালে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীনই দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। পরে ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়। মূলত বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে তাদের ৯০ কোটি রুপি দেনা ছিল। যার বেশির ভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া।

দিল্লির এক আদালত রায়ে বলা হয়েছে, ইয়াং ইন্ডিয়াসহ সাত জন অভিযুক্ত ব্যক্তি বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন, প্রতারণা, সম্পত্তির অসাধু অপব্যবহার এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো অপরাধ করেছেন। এর মাধ্যমে ২ হাজার কোটি টাকার আর্থিক অপব্যবহারেরও অভিযোগ ওঠে।

/ইউএস/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ