পেট্রাপোলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এক কোটি ২৭ লাখ রুপি মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বাহিনীটির ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানদের উদ্ধার করা ১২টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৬৬৭ গ্রাম।
বিএসএফ সূত্রে জানা গেছে, পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর জওয়ানরা একটি ট্রাক থামান। ট্রাকটি বাংলাদেশে পণ্য খালাস করে ভারতে ঢুকছিল। জওয়ানরা ট্রাকটিতে তল্লাশি চালানোর সময় ক্যাবিন থেকে ১২টি স্বর্ণের বিস্কুট ও পাঁচটি বার উদ্ধার করেন। ট্রাকচালককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটক ট্রাকচালকের নাম আব্দুল জোহাব মালিক। তিনি ভারতের খলিতপুরের বাসিন্দা।
বিএসএফ সূত্রে আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদে ওই ট্রাকচালক জানিয়েছেন, তিনি ৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। রবিবার আশিক মণ্ডল নামে এক বাংলাদেশি নাগরিক তাকে ওই স্বর্ণ দেন। ১০ হাজার রুপির বিনিময়ে তিনি এই কাজ করছিলেন। স্বর্ণগুলো বনগাঁর এক বাসিন্দার হাতে তুলে দেওয়ার কথা ছিল।
অভিযুক্তকে স্বর্ণ ও ট্রাকসহ পেট্রাপোলের শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।