X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রক্তিম দাশ, কলকাতা
০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪২

শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (৬ ডিসেম্বর) নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঠিক বিকাল ৪টা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এদিন সালমন খান কলকাতায় পা রেখেছিলেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে। যথাসময়ে ভেন্যুতে উপস্থিত হতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল ‘ভাইজান’কে।

মঞ্চে উঠে ‘বাংলার মাটি বাংলার জল...’ গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যোগে মঞ্চে উঠে গান ধরলেন ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রনীল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। সঞ্চালনা করেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী জুন মালিয়া।

মঞ্চে পারফর্ম করেছেন সালমা খান ও সোনাক্ষী

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বলিউডের অনিল কাপুর, মহেশ ভাট, সলমন খান, শত্রঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস প্রমুখ। এ ছাড়া উপস্থিত বাংলার গৌতম ঘোষ, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দিপঙ্কর দে, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, সাবিত্রী চট্টোপাধ্যায়, সব্যবাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী। ছিলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সবাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিনী মৈত্র প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপরত সৌরভ গঙ্গোপাধ্যায়

এই অনুষ্ঠানের থিম গান গেয়েছেন গায়ক অরিজিৎ সিং। সেই তালে তালে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচতেও দেখা গেল তাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সালমন খান এদিন সন্ধ্যায় বললেন, তিনি এখানে এসে গর্বিত। 

এরপরই মঞ্চে কিছু বলার অনুরোধ পেতেই উঠে দাঁড়ান সবার প্রিয় ভাইজান। তবে মাইকের সামনে আসতেই মুখে কুলুপ আঁটলেন তিনি। কারণ সবাই চিৎকার করতে শুরু করলেন সালমন খানকে দেখে। টানা তিন মিনিট তিনি দাঁড়িয়ে রইলেন মঞ্চে। বলার সুযোগই পেলেন না কিছু।

এদিন মঞ্চে দাঁড়িয়ে উত্তমকুমার থেকে শুরু করে সত্যজিৎ রায়, সবার উদ্দেশে সম্মান জানালেন ভাইজান। মঞ্চে দাঁড়িয়েই তাকে পরবর্তী বছরের জন্য আমন্ত্রণও জানালেন মুখ্যমন্ত্রী। মজা করে সালমন বললেন, আমি প্রথমে শুনেছিলাম কিস (KISS), পড়ে আমি বুঝলাম কিফ (KIFF), যেভাবে ভালোবাসা, সম্মান সবটা জড়িয়ে রয়েছে।

থিম গান গেয়েছেন গায়ক অরিজিৎ সিং

শত্রুজি (শত্রুঘ্ন সিনহা), অনিলজি (অনিল কাপুর), মহেশজি (মহেশ ভাট) আমি তাদের সম্মান করি, কিন্তু আমায় আজ শেষ করে দিলেন তারা। শপথ করে বলছি, আমার বলার কিছুই বাকি নেই। আমার বলার জন্য কিছু বাকিই রাখেননি তারা। আগে কথা বললে, পরে তাদের মন্তব্য তোমায় ধ্বংস করবে, পরে বলতে আসলে বলার জন্য কিছু বাকি থাকবে না। আমার যা যা বলার ছিল, সবাই সবটা বলে দিয়েছে। তাই একই কথা আবার শুনতে চান কি? না তো? আমি চলে যাচ্ছি। এরপর তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে বললেন, এটা সব থেকে বড় চলচ্চিত্র উৎসব, আমি সত্যি জানতাম না।

এরপর তিনি বললেন, শেষবার যখন আমি একটি কনসার্টের জন্য কলকাতায় এসেছিলাম, তখন বুঝে গিয়েছিলাম এখানকার জনসংখ্যা কত। বহু মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তখনই মুখ্যমন্ত্রী আমায় বলেছিলেন আপনাকে আসতেই হবে চলচ্চিত্র উৎসবে, আপনারা আর সোনাক্ষী তো জানেন, আমি যদি কোনও কথা দিয়ে দিই, তখন আমি আমার কথাও শুনি না (ছবির সংলাপ)। আর আজ আমি এখানে।

মুখ্যমন্ত্রী এদিন সালমনকে নিজের হাতে আঁকা একটি পেইন্টিং উপহার দেন।

/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড