ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অনেক বেশি প্রস্তুত এবং তার কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে। রবিবার (১৬ মার্চ) প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতায় মোদি বলেন, এবার তিনি আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত মনে হচ্ছে। জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এশিয়া ওয়ান ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এপ্রিল থেকে শুল্ক আরোপের মুখোমুখি হতে যাওয়া বাণিজ্য অংশীদারদের মধ্যে ভারতও রয়েছে, যা অটোমোবাইল থেকে কৃষিখাত পর্যন্ত রপ্তানিকারকদের জন্য দুর্দশার কারণ হতে পারে।
ওয়াশিংটনের পক্ষ থেকে পরিকল্পিত প্রতিদানমূলক শুল্ক কার্যকর হওয়ার কয়েক সপ্তাহ আগে পডকাস্টে এই সাক্ষাৎকার দেন মোদি।
গত মাসে মোদি এবং ট্রাম্পের মধ্যে বৈঠকের পর, দুই দেশ শুল্ক বিরোধ নিষ্পত্তি করতে এবং ২০২৫ সালের শরৎকালের মধ্যে একটি চুক্তির প্রথম অংশে কাজ করতে সম্মত হয়েছে। চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের দ্বিমুখী বাণিজ্যে পৌঁছানো।
সাক্ষাৎকারে মোদি আরও বলেন, তার মনে একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে যার প্রতিটি ধাপ সুস্পষ্টভাবে তার নির্ধারিত লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যেতে পরিকল্পিত।
তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই পডকাস্টে মোদি কূটনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে তার শৈশবকাল নিয়েও বিভিন্ন বিষয়ে কথা বলেন। ফ্রিডম্যান এক আলোচনায় ট্রাম্পকে তার জীবনের সবচেয়ে ‘শক্তিশালী’ ব্যক্তিদের একজন বলে অভিহিত করেন।
মোদী ট্রাম্পের উদারতা এবং নম্রতার প্রশংসা করে এবং তাদের মধ্যে বন্ধন দৃঢ় করার গুরুত্বের ওপর জোর দেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার ‘আমেরিকা ফার্স্ট’ মনোভাবে তার প্রতিফলন দেখা যায়, ঠিক যেমন আমি ‘ন্যাশন ফার্স্টে’ বিশ্বাস করি। আমি প্রথমে ভারতের পক্ষে দাঁড়িয়েছি। আর এ কারণেই আমি তার সঙ্গে এত ভালোভাবে সংযুক্ত।
এসময় ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেন মোদি। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।