X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্রাজিলে পুলিশ দফতরে বলসোনারো সমর্থকদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জইর বলসোনারো সমর্থকরা রাজধানী ব্রাজিলিয়াতে কেন্দ্রীয় পুলিশের সদর দফতর দখলের জন্য হামলা চালিয়েছে। সোমবার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বলসোনারোর পরাজয় ঘোষণার পর এই হামলা চালায় তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী হলুদ রঙের জার্সি গায়ে বলসোনারো সমর্থক পুলিশ সদর দফতরে নিরাপত্তাবাহিনীর মুখোমুখি হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় তারা আশেপাশে থাকা বাস ও প্রাইভেটকারে আগুন দেয়।

ফেডারেল পুলিশ জানিয়েছে, রাজধানীর নিরাপত্তাবাহিনীর সহযোগিতায় সদর দফতরের কাছে বিশৃঙ্খলা দমন করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বলসোনারোর এক সমর্থককে সহিসংতা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড আয়োজনের অভিযোগে গ্রেফতারের পর এই সহিংসতা দেখা দেয়।

এর আগে ফেডারেল ইলেক্টোরাল কোর্ট ২০ অক্টোবরের নির্বাচনে বলসোনারোর প্রতিদ্বন্দ্বী বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে। নির্বাচনের পর কয়েক মাস ধরে নির্বাচনি ব্যবস্থায় বিভিন্ন জালিয়াতির অভিযোগ তুললেও লুলার কাছে পরাজয়ের বিষয়টি স্বীকার করেননি বলসোনারো। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথেও বাধা হননি।

যদিও বলসোনারোর কট্টর সমর্থকরা প্রতিবাদে মহাসড়ক অবরোধ এবং সেনাবাহিনীর ব্যারাকের সামনে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন। তারা লুলার ক্ষমতাগ্রহণ ঠেকাতে সেনাবাহিনীর প্রতি অভ্যুত্থানের আহ্বান জানাচ্ছেন।

সোমবার কয়েক হাজার বলসোনারো সমর্থক প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের দাবিতে স্লোগান দিয়েছেন। প্রেসিডেন্ট একটি প্রার্থনায় তাদের সঙ্গে যোগ দেন, কিন্তু সমবেত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেননি।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সর্বশেষ খবর
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি