X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

করোনা: যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিলেন খামেনি

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২০, ১৮:৫৫আপডেট : ২২ মার্চ ২০২০, ২০:২৫

করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘ইরানের সবচেয়ে বড় শত্রু’ এবং করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে সহায়তার প্রস্তাবকে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টু ডে এ খবর জানিয়েছে।

করোনা: যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিলেন খামেনি

রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, মার্কিনিরা যখন করোনাভাইরাস তৈরি করার দায়ে অভিযুক্ত তখন কোনও সুস্থ বিবেকবান মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করতে পারেন না।

ইরান আবেদন জানালে যুক্তরাষ্ট্র ওষুধসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠাতে পারে বলে মার্কিন কর্মকর্তারা একাধিকবার যে বক্তব্য দিয়েছেন সেদিকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘মার্কিনিদের এসব কথাবার্তা অত্যন্ত বিস্ময়কর। কারণ, তারা নিজেরাই প্রচণ্ডভাবে করোনা মোকাবিলার ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে রয়েছেন। কোনও কোনও মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে এই অভাবের কথা স্বীকারও করেছেন। কাজেই তাদের যদি কিছু ওষুধ ও চিকিৎসা সামগ্রী থেকে থাকে তা দিয়ে তারা যুক্তরাষ্ট্রের জনগণের সেবা করুক; আমাদের কোনও প্রয়োজন নেই।’

খামেনি আরও বলেন, ‘মার্কিনিরা হয়তো এমন ওষুধ পাঠাতে চায় যাতে ইরানে এই ভাইরাস আরও বেশি ছড়িয়ে পড়ে অথবা স্থায়ীভাবে ছড়িয়ে যায়। অথবা এটাও হতে পারে যে, তারা ইরানি জনগণের ওপর করোনাভাইরাস কতটা কাজ করেছে তা পরীক্ষা করার উদ্দেশ্যে কিছু বিশেষজ্ঞ পাঠাতে চায়। কারণ, বলা হচ্ছে এই ভাইরাসের একটি অংশ তৈরি করা হয়েছে শুধু ইরানি জনগণকে টার্গেট করে। কাজেই তারা তাদের হাতে তৈরি ভাইরাসের প্রভাব যাচাই করে নিজেদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ এবং ইরানের বিরুদ্ধে শত্রুতা আরও বাড়াতে চায়।’

মার্কিন কর্মকর্তাদের ভণ্ড, প্রতারক, নির্লজ্জ এবং লোভী হিসেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তারা সব ধরনের শঠতা এবং ভণ্ডামিপূর্ণ কথা বলেন। তারা নিষ্ঠুর, নির্দয় ও সন্ত্রাসী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানিদের যা প্রয়োজন তা কেবল তাদের কাছে চাইতে হবে। ট্রাম্পের এ দাবিকে ইরানি কর্তৃপক্ষ ভণ্ডামি বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন, ওয়াশিংটন যখন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন এসব কথার কোনও মানেই হয় না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ইরানে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৫ জনের।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস