X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আল-আকসায় ইসরায়েলি তাণ্ডব, দেড় শতাধিক ফিলিস্তিনি আহত

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ১৫:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৫:২০

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের হামলায় আহত হয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি। পবিত্র রমজান মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোরে আল আকসায় শত শত ফিলিস্তিনি নামাজ পড়তে জড়ো হন। ওই সময় ইসরায়েলি বাহিনীও সেখানে উপস্থিত ছিল। কিছু বুঝে উঠার আগেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের দিকে টিয়ার শেল, গ্রেনেড ছুড়ে। জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। এ সময় আল আকসাসহ আশপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের জরুরি বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাদের ছোড়া রাবার বুলেটে এক প্রহরীর চোখে আঘাত লাগে। আল আকসার মসজিদের বাইরে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনি মিডিয়াগুলো বলেছে, সংঘর্ষের কারণে আল-আকসার কমপাউন্ডে আটকা পড়েছেন অনেকে।

ইসরায়েলি পুলিশ বলেছে, শুক্রবার সংঘর্ষ শুরু থেকে কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে আটক করেছে তারা। তাদের দাবি, সকালের ফজর নামাজ শেষ হওয়ার পরও বহু মানুষ ভেতরে অবস্থান করছিল এবং ‘সহিংস’ ব্যক্তিদের সরিয়ে দিতেই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত স্থাপনাটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে, কিছু ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করে।

গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, আল আকসাসহ বেশ কিছু জায়গায় ফিলিস্তিনিদের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটছে ইসরায়েলি বাহিনীর। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার দুপুরের পর জুমার নামাজের জন্য পবিত্র আল-আকসায় হাজার হাজার মুসল্লির সমাবেশ ঘটতে যাচ্ছে।। এতে যে কোনও ধরনের সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে।

গত বুধবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৭ ফিলিস্তিনি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া