X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২২, ১০:০৬আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১০:০৬

অধিকৃত পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার সকালের এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনাসদস্য নাবলুস শহরে ঢুকে পড়ে। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুসে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে তিন জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নিরস্ত্র ছিলেন।

পরে পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানান কর্মকর্তারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর তরফে এসব হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাদের তরফে শুধু বলা হয়েছে, তাদের বাহিনী নাবলুসে কাজ করছে।

রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নাবলুসের পুরাতন শহর এবং এর আশেপাশে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলো এটিকে ‘নরকের দৃশ্য’ হিসেবে আখ্যায়িত করেছে। সংঘর্ষ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে শহরে পাঠানোর খবর পাওয়া গেছে। ইতোমধ্যেই দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী নাবলুস অবরোধ করে রেখেছে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে