X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হামাস এখনও পরাজিত হয়নি: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১০:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৭

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও পরাজিত হয়নি। বুধবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন মন্তব্য করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ইয়েদিওথ আহরনোথ সংবাদমাধ্যম জানিয়েছে, নেসেটের পররাষ্ট্র বিষয়ক ও প্রতিরক্ষা কমিটিকে তাসি হানেবি জানিয়েছেন, ‘হামাসের পর গাজায় কী হবে তা নিয়ে আলোচনা করার সময় এখনও হয়নি। কেননা, গোষ্ঠীটিকে এখনও পরাজিত করা হয়নি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত মোট ২৪ হাজার ৪৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬১ হাজার ৫০৪ জন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫২৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এর আগে নেতানিয়াহু বলেছিলেন, হামাসকে ধ্বংস এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ করবেন না। গাজায় যুদ্ধ পরবর্তী সময়ের জন্য একটি পরিকল্পনা প্রণয়নে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার সমালোচনার মুখেই এমন মন্তব্য করেছিলেন তিনি। 

গাজা উপত্যকায় হামাসের হাতে ১৩৬ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার গাজার উত্তরাঞ্চলে উচ্চ-পর্যায়ের স্থল অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেছেন, শিগগিরই গাজার দক্ষিণেও তীব্র হামলার সমাপ্তি করা হবে।

জাতিসংঘের মতে, খাদ্য, পানি এবং ওষুধের অভাবের মধ্যেই গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার ওপর ছাদ না থাকায় আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে দিনানিপাত করছে হাজার হাজার মানুষ।

এছাড়া, অঞ্চলটিতে ত্রাণ সহায়তা বহনকারী ট্রাকের সংখ্যা অনেক কমে গেছে। এ সংখ্যা যুদ্ধ পূববর্তী সময়ের তুলনায় অর্ধেকেও কম।

 

/এএকে/
সম্পর্কিত
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
সর্বশেষ খবর
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র