X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হুথিদের ওপর আবারও মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়েছে। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম এপি এই খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার চারটি বিস্ফোরক ড্রোন বোঝাই নৌকা এবং সাতটি দূরপাল্লার জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তাদের দাবি, সেগুলো লোহিত সাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি তৈরী করেছিল।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘তারা এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং বণিক জাহাজের জন্য একটি সম্ভাব্য হুমকি তৈরি করেছিল। এই পদক্ষেপগুলো সমুদ্র পথে অবাধ চলাচলের স্বাধীনতাকে রক্ষা করবে এবং মার্কিন নৌবাহিনী ও বণিক জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলপথকে আরও নিরাপদ করে তুলবে।’

তবে এই হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি হুথিরা।

নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে হুথিরা। তাদের দাবি গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের সমর্র্থনে এই হামলা চালাচ্ছে তারা।

তাদের দাবি, ইসরায়েল সংশ্লিষ্ট বা পরিচালিত জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, হুথিরা প্রায়শই ইসরায়েলের সঙ্গে ক্ষীণ বা কোন স্পষ্ট সংযোগ নেই এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ব্যবহৃত একটি মূল রুটে জাহাজের অবাধ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং তাদের অন্যান্য মিত্রদের মিলে হুথিদের ওপর যৌথ ও সম্মিলিত হামলা চালিয়েছে। এসময় তারা হুথিদের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার এবং আক্রমণের জন্য ব্যবহার করা উৎক্ষেপণ সাইটগুলোকে লক্ষ্য করে বিমান হামলা করে।

/এএকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক