X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাফায় ইসরায়েলি হামলা হলে পরিণতি হবে ‘বিপজ্জনক’: মিসর, ফ্রান্স ও জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৮:২৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২২:০৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পরিণতি বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন মিসর, ফ্রান্স ও জর্ডানের নেতারা। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় এক যৌথ নিবন্ধে এই সতর্কতার কথা উল্লেখ করেছেন। নিবন্ধটি ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডেতে প্রকাশিত হয়েছে।

যৌথ নিবন্ধে তিন নেতা বলেছেন, ‘আমরা রাফায় অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছি, রাফায় হামলার পরিণতি হবে বিপজ্জনক। কারণ ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার প্রায় ১৫ লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছেন।’

তারা বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধু আরও মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দেবে।’

নেতারা গাজায় স্থায়ী ও শর্তহীন যুদ্ধবিরতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এক ভিডিও বার্তায় বলেছেন, রাফায় আক্রমণের জন্য আমরা দিন-ক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাফায় যেকোনও ধরনের হামলার বিরোধী। কারণ, সেখানে গাজার অর্ধেক বাসিন্দা আশ্রয় নিয়েছেন।

মিসরের রাজধানী কায়রোতে জিম্মি-বন্দিবিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন নেতানিয়াহু এই মন্তব্য করলেন। আলোচনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও শিন বেটের প্রধান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আলোচনায় অগ্রগতির বিষয়ে বলেছেন, ইসরায়েলি প্রস্তাব হামাসের সব শর্ত পূরণ করেনি। তবে প্রস্তাবটি পর্যালোচনা করা হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার