X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
ইরানি প্রতিশোধের হুমকি

ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের চলাচলে বিধিনিষেধ, ভ্রমণ সতর্কতা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ১৯:২৯আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৯:৩০

ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে নিজেদের দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মার্কিন দূতাবাস নিজেদের কর্মীদের ওপর এই বিধিনিষেধ জারি করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্স নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে। ইরান থেকে ফ্রান্স নিজেদের দূতাবাস কর্মীদের পরিবারগুলোকে সরিয়ে নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলের মার্কিন দূতাবাস কর্মীদের বলেছে, বৃহত্তর জেরুজালেম, তেল আবিব বা বিরসেবা এলাকার বাইরে না যাওয়ার জন্য। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, শুক্রবার ইরানি হামলা হতে পারে।

এক অজ্ঞাত কর্মকর্তা বলেছেন, এই হামলায় শতাধিক ড্রোন, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হয়ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে সামরিক স্থাপনাকে নিশানা করা হতে পারে।

 

ভ্রমণে বিধিনিষেধের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এমন বিধিনিষেধের পেছনে থাকা নির্দিষ্ট পর্যালোচনা আমরা প্রকাশ করি না। মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে ইসরায়েলে হুমকির পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। দেশটিও ইসরায়েলি ভূখণ্ডে সম্ভাব্য ইরানি হুমকির কথা উল্লেখ করেছে।

একইভাবে ফ্রান্সও দেশটির নাগরিকদের আসন্ন দিনগুলোতে ইরান, লেবানন, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড ভ্রমণ না করতে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। ইরানের ফরাসি দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রাশিয়াও নিজেদের নাগরিকদের এসব দেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

 

প্রতিশোধমূলক হামলার রূপ কী হবে বা বা এটি সরাসরি ইরান থেকে বা দেশটির কোনও প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে হবে তা স্পষ্ট নয়।

রবিবার একজন ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। তার এই বক্তব্য ইসরায়েলি কোনও কনস্যুলেট ভবন লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ইরানি আক্রমণ হলে ইরানের বিরুদ্ধে উপযুক্ত ইসরায়েলের পাল্টা হামলা প্রয়োজন।

 

/এএ/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
সর্বশেষ খবর
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান