X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে সরিয়ে দেওয়ার পথে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৮

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অপসারণের পরিকল্পনা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্যালান্টের স্থলে নিউ হোপ দলের চেয়ারম্যান গিদেওন সা’আরকে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সম্প্রচারমাধ্যম ক্যান। নেতানিয়াহুর কার্যালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এই প্রতিবেদন প্রকাশে পর, কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির টুইট করে বলেছেন, তিনি কয়েক মাস ধরেই গ্যালান্টকে অপসারণের দাবি জানিয়ে আসছেন এবং এখন তা অবিলম্বে করা উচিত।

গ্যালান্টকে সরিয়ে দেওয়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছে। তবে গিদেওন সা’আর জুলাই মাসে এ ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। আগস্টে চ্যানেল ১২ জানিয়েছিল যে নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকরা সা’আরকে প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেননি, যার ফলে আলোচনাগুলো ভেস্তে যায়।

চ্যানেল ১২-এর খবর অনুসারে, সা’আর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন। তবে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। পরিবর্তে তাকে পররাষ্ট্র বা বিচার মন্ত্রণালয়ের মতো অন্যান্য দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। যা তিনি প্রত্যাখ্যান করেন।

সা’আরের একজন মুখপাত্র তখন এই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কোনও আলোচনা হয়নি, তাই ভেস্তে যাওয়ার প্রশ্নই ওঠে না।

নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যকার সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ায়, সা’আরকে প্রতিরক্ষামন্ত্রী করার গুঞ্জন আবার ছড়িয়ে পড়েছে। সা’আরের দল নিউ হোপ এই বছর জোট থেকে বেরিয়ে যায় যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্থান না দেওয়ায়। সা’আর গাজা যুদ্ধে সরকারের ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং নেতানিয়াহুর বিরোধিতায় একটি ডানপন্থি জোট গঠনের জন্য আপস করার ইচ্ছা প্রকাশ করেছেন।

২০২৩ সালের মার্চে নেতানিয়াহু বিচারব্যবস্থার সংস্কারের সমালোচনার জন্য গ্যালান্টকে বরখাস্ত করার ঘোষণা দেন। তবে দুই সপ্তাহ পর জনসাধারণের চাপের মুখে তা প্রত্যাহার করেন। মন্ত্রিসভার সদস্যরা কয়েক মাস ধরে গ্যালান্টের অপসারণের দাবি জানিয়ে আসছেন। তারা বিশেষ করে তার জিম্মি চুক্তি ও গাজার ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধে ক্ষুব্ধ।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, গিদেওন সা’আরের সঙ্গে আলোচনার খবর সত্য নয়। সা’আরের একজন মুখপাত্রও এই দাবি অস্বীকার করেছেন ও বলেছেন, ‘এই বিষয়ে নতুন কিছু নেই’।

চ্যানেল ১২-এর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিস্থাপন করার চিন্তা করছেন না। বরং সাআরকে সরকারে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। এছাড়া জিভ এলকিনকেও একটি মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টকে সরিয়ে সা’আরকে আনার খবরে প্রতিক্রিয়া জানিয়ে জিম্মি ও নিখোঁজদের পরিবারের একটি ফোরাম নেতানিয়াহুকে সতর্ক করেছে। তারা বলেছে, সা’আর এর আগে একটি প্রস্তাবিত চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছিলেন, যা গাজায় বেশ কয়েকজন জিম্মিকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল।

ফোরাম একটি বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এখন মিউজিক্যাল চেয়ার খেলার বা রাজনৈতিক টিকে থাকার চিন্তা করার সময় নয়। আমাদের জিম্মিরা হামাসের সুড়ঙ্গে আটকা থাকায়, আপনার সময় ও প্রচেষ্টা যুদ্ধের লক্ষ্যে পৌঁছাতে এবং সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে উৎসর্গ করা উচিত।

এই প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ন্যাশনাল ইউনিটি দলের প্রধান বেনি গান্তজ নেতানিয়াহুকে রাজনৈতিক খেলা খেলার জন্য তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হামাসের বিরুদ্ধে বিজয় ও জিম্মিদের ফিরিয়ে আনার কাজ করা উচিত। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার পরিবর্তে তিনি রাজনৈতিক পরিকল্পনা ও প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের চিন্তা করছেন, যা দুর্বল বিচারবুদ্ধির পরিচয়।

 

/এএ/
সম্পর্কিত
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম ‘আমেরিকা পার্টি’
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
সর্বশেষ খবর
বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা 
গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল