X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
জাতিসংঘ বিশেষজ্ঞদের প্রতিবেদন

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যৌন সহিংসতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২০:১৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২০:১৯

জাতিসংঘের বিশেষজ্ঞরা এক প্রতিবেদনে অভিযোগ করেছেন যে, গাজায় ইসরায়েল নারীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালিয়েছে এবং যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে এবং জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, যা রোম সংবিধি ও গণহত্যা কনভেনশনে গণহত্যার একটি বিভাগ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, এটি পক্ষপাতদুষ্ট ও ইহুদিবিরোধী। তিনি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসী সংগঠন হামাসের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে জাতিসংঘ আবারও মিথ্যা অভিযোগ দিয়ে ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করেছে।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যা গণহত্যার একটি শর্ত। কমিশন বলেছে, চিকিৎসা সরবরাহে বাধার কারণে মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়াও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত। 

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের শাস্তি দেওয়ার জন্য বাধ্যতামূলক প্রকাশ্য নগ্নতা ও যৌন সহিংসতাকে তাদের আদর্শ কার্যপদ্ধতি হিসেবে ব্যবহার করেছে। 

ইসরায়েল এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। জেনেভায় জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নির্দিষ্ট নির্দেশিকা ও নীতি রয়েছে, যা এই ধরনের অপকর্মকে স্পষ্টভাবে নিষিদ্ধ করে। তারা আরও বলেছে যে, তাদের পর্যালোচনা প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

২০২৪ সালের জুনে প্রকাশিত কমিশনের একটি পূর্ববর্তী প্রতিবেদনে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। গত বছরের মার্চে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল বলেছিল যে, হামাসের হামলার সময় বিভিন্ন স্থানে ধর্ষণসহ যৌন সহিংসতা ঘটেছে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। 

ইসরায়েল গণহত্যা কনভেনশনের সদস্য এবং ২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক আদালতের নির্দেশনা পেয়েছে যে, হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় গণহত্যার কাজ প্রতিরোধ করতে হবে। তবে ইসরায়েল রোম সংবিধির সদস্য নয়, যা আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ব্যক্তিগত মামলাগুলোতে রায় দিতে সক্ষম করে। 

দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের করেছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে সীমান্ত পেরিয়ে হামলা চালায়, যার ফলে গাজা উপত্যকায় একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হিসাব অনুযায়ী, হামাসের যোদ্ধারা ১ হাজার ২০০ মানুষকে হত্যা করেছে এবং ২৫১ জনকে জিম্মি করেছে।

/এএ/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল