X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিকসহ নিহত ৯ 

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১৩:০২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৩:০২

উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় সাংবাদিক রয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) একটি ত্রাণ সহায়তা দলের ওপর হামলাটি চালানো হয়। ওই সময় সেখানে সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

এক বিবৃতিতে ফিলিস্তিনি সাংবাদিক সুরক্ষা কেন্দ্র জানিয়েছে, ‘ইসরায়েলের গণহত্যার শিকার হওয়া মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম নথিভুক্ত করছিলেন ওই সাংবাদিকরা।’  

গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা; যাতে তিনি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে এগিয়ে যান।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। হামাসের প্রধান দাবি, এই ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা করতে হবে।

হামাস বেইত লাহিয়ার এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ আখ্যা দিয়ে বলেছে, এটি আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধেরই ধারাবাহিকতা এবং এর আগ্রাসন চালিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও চুক্তিগুলোর প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রতিফলন।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দুই সন্ত্রাসী একটি ড্রোন পরিচালনা করছিল, যা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল।

তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ ইসরায়েল উপস্থাপন করেনি।

বরং দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানিয়েছেন, গাজার দক্ষিণ অংশে আমরা ইসরায়েলি ড্রোনগুলোকে আকাশে চক্কর দিতে দেখেছি। রাফাহ শহরেও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নিশ্চিত করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি হামলার শিকার হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৮,৫৪৩ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,৯৮১ জন আহত হয়েছেন।

/এস/
সম্পর্কিত
ইসরায়েলের হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত
কাশ্মীর হামলায় জড়িতদের ‘অকল্পনীয়’ শাস্তি দেওয়ার অঙ্গীকার মোদির
গাজায় হামাসবিরোধী বিক্ষোভ জোরালো হচ্ছে, নিয়ন্ত্রণ কমছে গোষ্ঠীটির
সর্বশেষ খবর
টোল প্লাজায় যুবদল নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
টোল প্লাজায় যুবদল নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা