গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা নীতির নতুন পর্যায়’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার (১৮ মার্চ) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের হামলায় শত শত ফিলিস্তিনির নিহত হওয়া প্রমাণ করে যে নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা চালায়, যাতে হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৪০৪ জন মানুষ নিহত হয়েছেন।
গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্ক বারবার সোচ্চার হয়েছে। এবারও তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যখন বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা তীব্র হচ্ছে, তখন ইসরায়েলি সরকারের এই আগ্রাসন পুরো অঞ্চলের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছে।
তুরস্ক আরও বলেছে, ইসরায়েলের নতুন করে সহিংসতার চক্র তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে ইসরায়েলের সমালোচনা করে বলা হয়েছে, তারা ‘মানবতাকে সবচেয়ে ভয়াবহভাবে অস্বীকার করছে’।