যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলের হামলার দায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর দায় চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৮ মার্চ) হোয়াইট হাউজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জিম্মিদের মুক্তি না দেওয়ায় হামাস যুদ্ধ বেছে নিয়েছে। একই দিনে গাজায় ইসরায়েল যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ হামলা চালায়। ইসরায়েল বলেছে, সব জিম্মি ফিরে পাওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস এক বিবৃতিতে বলেন, হামাস জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতি বাড়ানোর সুযোগ পেলেও তারা তা প্রত্যাখ্যান করে যুদ্ধ বেছে নিয়েছে।
এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু ও তার চরমপন্থি সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে গাজায় নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর আবারও আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে গাজায় জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
হামাস নেতানিয়াহু ও তার সরকারকে গাজা ও সেখানকার বেসামরিক জনগণের ওপর এই বিশ্বাসঘাতক আগ্রাসনের জন্য সম্পূর্ণ দায়ী বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলেছে, গত ২ মার্চ থেকে ইসরায়েল মানবিক সহায়তার জন্য ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ায় গাজাবাসী এক বর্বর যুদ্ধ ও নিয়মিত অভুক্ত অবস্থার মুখোমুখি হয়েছে।
হামাস মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের জন্য জবাবদিহি করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।