X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান জিম্মি মুক্তিদূত অ্যাডাম বোয়েলার। বুধবার (১৬ এপ্রিল) তার এমন মন্তব্যটি আসে, যখন গাজায় ইসরায়েলের আক্রমণে মৃতের সংখ্যা ৫১ হাজার ২৫ জনে। আল জাজিরা এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে অ্যাডাম বোয়েলার বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, জিম্মিরা মুক্তি পেলেই যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হবে। তিনি বলেন, যেদিন বন্দিরা মুক্তি পাবে, সেদিনই যুদ্ধ শেষ হবে।

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকা সত্ত্বেও, বোয়েলার বলেন, দায়িত্ব এখন হামাসের কাঁধে।

হোয়াইট হাউজ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসই এই যুদ্ধ শেষ করতে পারে।

বোয়েলার আরও বলেন, ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সব বন্দি মুক্ত না হওয়া পর্যন্ত কিছুই এগোবে না।

তিনি বলেন, প্রথম ধাপ-সব জিম্মি মুক্তি। দ্বিতীয় ধাপ-তারপর দেখা যাক ‘পরবর্তী দিন’ কেমন হবে।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। কেবল ট্রাম্পের পূর্বের প্রস্তাবের দিকে ইঙ্গিত করেন, যাতে ফিলিস্তিনিদের গাজা থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে স্থানান্তরের কথা বলা হয়।

হামাস বলেছে, তারা তখনই আরও জিম্মি মুক্তি দেবে যদি একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে কিছু শর্ত নিশ্চিত করতে হবে, যেমন: ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ গাজা প্রত্যাহার-যা এখন পর্যন্ত অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।

পূর্ববর্তী ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে, হামাস মোট ৩৩ জন বন্দিকে মুক্তি দিয়েছিল। বিনিময়ে গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয় এবং ইসরায়েলের হাতে বন্দি কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেয়া হয়।

দ্বিতীয় ধাপের আওতায় সব অবশিষ্ট জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে যুদ্ধের স্থায়ী অবসান ঘটত। তৃতীয় ধাপে সব জিম্মির মরদেহ ফেরত দেওয়া এবং পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল।

কিন্তু প্রথম ধাপ শেষ হওয়ার পরই আলোচনা ভেঙে পড়ে এবং ইসরায়েল আবার হামলা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, নতুন করে কমপক্ষে ৫ লাখ ফিলিস্তিনি সর্বশেষ এই হামলার ফলে গৃহহীন হয়েছেন। নিহত হয়েছে অন্তত ১,৬৫২ জন ফিলিস্তিনি। 

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, বর্তমানে গাজায় ২৪ জন জীবিত জিম্মি রয়েছেন। তারা সবাই পুরুষ সেনা বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও ৩৫ জন জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে মনে করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সর্বশেষ খবর
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
মারধরের পর পল্লিচিকিৎসককে তুলে নিয়ে গেলো প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে  নিহত ৬
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’