X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তালেবান প্রধান নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৬, ০৯:৫৪আপডেট : ২২ মে ২০১৬, ১৪:২৬
image

মোল্লাহ্ আখতার মনসুর আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। নিশ্চিত হওয়ার জন্য তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। তবে তালেবানের পক্ষ থেকে ওই খবরকে নাকচ করা হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, শনিবার (২১ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী আহমাদ ওয়াল নামক স্থানে ওই হামলা চালানো হয়। এসময় এক সঙ্গী সহ একটি গাড়িতে ছিলেন আখতার মনসুর।
তবে তালেবান প্রধান নিহত হওয়ার খবর এখনও নিশ্চিত নয়। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, ‘আমরা এখনও নিশ্চিত ফলাফলের অপেক্ষায় রয়েছি, আমাদের হাতে পরবর্তী তথ্য আসলে তা আমরা জানাতে পারব।’
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতিক্রমে ওই হামলা চালানো হয়। হামলার বিষয়ে পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
এদিকে, এক তালেবান কমান্ডার তালেবান প্রধান নিহত হওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেছেন, ‘আমরা ওই ভিত্তিহীন প্রতিবেদন সম্পর্কে জানতে পেরেছি। আর এমন প্রতিবেদন এবারই প্রথম প্রকাশিত হয়নি। আমি আপনাকে আমার কাছে থাকা তথ্য জানাতে চাই, মোল্লা আখতার মনসুর নিহত হননি।’  
উল্লেখ্য, ২০১৩ সালে পূর্ববর্তী তালেবান প্রধান মোল্লা মোহম্মদ ওমর নিহত হন। তবে তালেবানের পক্ষ থেকে তা গত বছর তাদের পরবর্তী নেতা বাছাই করার সময় নিশ্চিত করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে তালেবান প্রধানের দায়িত্বে অভিষিক্ত হন মোল্লা আখতার মনসুর।  

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত শেখ হাসিনা



প্রায় সব অস্ত্রবাজকেই পাশে পাচ্ছেন ট্রাম্প!
দুই বছরের মধ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত!

/এসএ/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি