X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মোল্লা মনসুর নিহতের খবর নিশ্চিত করল তালেবান

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৬, ১৪:১৭আপডেট : ২২ মে ২০১৬, ১৪:২৫
image

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মনসুরের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তালেবান। এর আগে মার্কিন কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছিল, বিমান হামলায় মনসুর নিহত হয়ে থাকতে পারেন। তবে তারা তখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেননি। তখন তালেবান খবরটিকে ভিত্তিহীন বলে দাবি করেছিল।

মোল্লা আখতার মনসুর

রবিবার (২২ মে) জ্যেষ্ঠ তালেবান কমান্ডার মোল্লা আবদুল রউফ মার্কিন সংবাদমাধ্যম এপি-কে আখতার মনসুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় চালানো এক ড্রোন হামলায় মনসুর নিহত হয়েছেন।

এর আগে শনিবার পেন্টাগন জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী আহমাদ ওয়াল নামক স্থানে ওই হামলা চালানো হয়। এসময় এক সঙ্গী সহ একটি গাড়িতে ছিলেন আখতার মনসুর। তাদের আশঙ্কা ছিল, হামলায় মনসুর নিহত হয়েছেন। তবে মার্কিন কর্তৃপক্ষ তালেবান প্রধানের নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, ‘আমরা এখনও নিশ্চিত ফলাফলের অপেক্ষায় রয়েছি, আমাদের হাতে পরবর্তী তথ্য আসলে তা আমরা জানাতে পারব।’

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতিক্রমে ওই হামলা চালানো হয়। হামলার বিষয়ে পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি মার্কিন ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করলেও তালেবান প্রধানের নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ্‌ আব্দুল্লাহ্‌ জানিয়েছেন, বিমান হামলায় ‘সম্ভবত’ মনসুর নিহত হয়েছেন।

এর আগে এক তালেবান কমান্ডার তালেবান প্রধান নিহত হওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেছিলেন, ‘আমরা ওই ভিত্তিহীন প্রতিবেদন সম্পর্কে জানতে পেরেছি। আর এমন প্রতিবেদন এবারই প্রথম প্রকাশিত হয়নি। আমি আপনাকে আমার কাছে থাকা তথ্য জানাতে চাই, মোল্লা আখতার মনসুর নিহত হননি।’ 

উল্লেখ্য, ২০১৩ সালে পূর্ববর্তী তালেবান প্রধান মোল্লাহ্ মোহম্মদ ওমর নিহত হন। তবে তালেবানের পক্ষ থেকে তা গত বছর তাদের পরবর্তী নেতা বাছাই করার সময় নিশ্চিত করা হয়। ২০১৫ সালের জুলাইয়ে তালেবান প্রধানের দায়িত্বে অভিষিক্ত হন মোল্লাহ্ আখতার মনসুর।  

সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: 

তালেবান প্রধান নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধে গণভোটে তাজিকিস্তান

/এসএ/বিএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি