X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

তিন কোটিরও বেশি টুইটার অ্যাকাউন্ট হ্যাকড!

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৬, ০৬:২৭আপডেট : ১০ জুন ২০১৬, ০৮:০০
image

এক হ্যাকার টুইটারের প্রায় ৩ কোটি ৩০ লাখ অ্যাকাউন্ট বিক্রির জন্য অনলাইনে রীতিমতো বিজ্ঞাপন দিলেন। আর তিনি সেই বিজ্ঞাপনটিও দেন তার টুইটার অ্যাকাউন্ট থেকেই। এরপরই তা নিয়ে বিশ্বব্যাপী সাড়া পড়ে যায়। একটি ওয়েবসাইট প্রথম ওই অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়টি সামনে আনে।

৩ কোটি ৩০ লাখ অ্যাকাউন্টের মূল্য নির্ধারণ করা হয় ১০ বিটকয়েন বা ৪ হাজার পাউন্ড

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার দিনেই একটি ওয়েবসাইট বড় মাপের হ্যাকিংয়ের কথা জানায়। লিকড সোর্স নামক ওই ওয়েবসাইটের দাবি, হ্যাকাররা প্রায় ৩ কোটি ৩০ লাখ টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছে।

ওই ওয়েবসাইটের একটি ব্লগে লেখা হয়, গত সপ্তাহে এক টুইটার ব্যবহারকারী রাশিয়ার একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হ্যাকড করেছিলেন। তিনিই এবার টুইটার ব্যবহারকারীদের ই-মেল ঠিকানা, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড হ্যাকড করেছেন। শুধু তা-ই নয়, Tessa88 নামের টুইটার অ্যাকাউন্ট থেকে ওই হ্যাকার দাবি করেন, তার কাছে মোট ৩ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৩০০ টুইটার অ্যাকাউন্ট রয়েছে, আর তা তিনি বিক্রি করতে চান। এজন্য তিনি মূল্য নির্ধারণ করেছেন ১০ বিটকয়েন বা ৪ হাজার পাউন্ড।  

তবে লিকড সোর্স-এর দাবি, সরাসরি টুইটার থেকে এই তথ্য জোগাড় করেনি হ্যাকাররা। বরং ওই ব্যবহারকারীরাই হ্যাকড হয়েছেন। ফায়ারফক্স বা গুগল ক্রোমের মতো সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে সংগ্রহ করা হয় ওই তথ্য।

টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক নেই। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড নিরাপদে রয়েছে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। তবে যে তথ্য ফাঁস হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

যে গোষ্ঠী ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের অ্যাকাউন্ট হ্যাক করেছিল, তারাই ইভান উইলিয়ামসের অ্যাকাউন্টও হ্যাকড করার দায় স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির অ্যাকাউন্টও হ্যাকড হয়েছে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

ইইউ ভাঙলে ব্রিটেনও ভেঙে পড়তে পারে!

ওবামার সমর্থন পেলেন হিলারি

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি
মুমূর্ষু সময়ের পথিক
মুমূর্ষু সময়ের পথিক
টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু
টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা