যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে হামলাকারী বন্দুকধারী বেশ কয়েকজনকে জিম্মি করে ক্লাবের ভেতরেই অবস্থান করছে। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে হামলাচালায় বন্দুকধারী। প্রাথমিকভাবে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ টুইটারে জানিয়েছে, নাইটক্লাবে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। হামলাস্থলে যেতে স্থানীয়দের নিষেধ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে হামলাকারীর শরীরে বোমা রয়েছে। বোমাসহ বেশ কয়েকজনকে জিম্মি করে ক্লাবের ভেতরেই রয়েছেন হামলাকারী। পুলিশ পুরো ক্লাব ঘিরে রেখেছে।
স্থানীয় এক টিভি সাংবাদিক টুইটারে জানিয়েছেন, অন্তত ২০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী এখনও নাইট ক্লাবে অবস্থান করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবিতে দেখা গেছে, জরুরি সেবার বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, আহত মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইট ক্লাবে ছিলেন দাবি করে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ক্লাবের ভেতরে গুলির পর মানুষজন চিৎকার শুরু করেন। অনেকে মারা গেছেন। স্ট্রেচারে করে আহতদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, হামলার সময় ক্লাবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বন্দুকধারী ক্লাবে প্রবেশ করেই ছাদ ও ভিড়ের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। বন্দুকধারীর সংখ্যার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এ হামলার একদিন আগেই কনসার্ট চলার সময় বন্দুকধারীর গুলিতে আহত সংগীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমি মারা যান। সূত্র: বিবিসি, এনবিসি।
/এএ/