X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ২৩:০৮আপডেট : ১৩ জুন ২০১৬, ০৮:০৯
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমকামীদের একটি নাইটক্লাবে ৫০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনাটি ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা বলে মনে করছেন প্রত্যক্ষদর্শী। গুলিবর্ষণের সময় নাইটক্লাবে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা কথা তুলে ধরেছেন।

সেই নাইটক্লাবে বেঁচে যাওয়াদের মাঝে ওই ঘটনা হয়তো আজীবন দাগ কেটে যাবে

ক্লাবে গুলিবর্ষণের পরই বেশ কয়েকজনকে জিম্মি করেন এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীর নাম ওমর মতিন। জিম্মি উদ্ধারের সময় বন্দুকযুদ্ধে ওমর মতিন নিহত হয়েছেন বলে পুলিশের দাবি।

স্থানীয় একটি টেলিভিশনকে গুলিতে নিহত এক ছেলের মা জানিয়েছেন, তার ছেলে তাকে মোবাইলে বার্তা পাঠায় যে, বন্দুকধারী তাদের চারদিকে ঘুরছে। সে আমাদের হত্যা করে ফেলবে।

হামলার পরই ক্লাবের ফেসবুকে পেজে বলা হয়, সবাই বেরিয়ে যান এবং দৌড়াতে থাকেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোজি ফেবা স্থানীয় ওরল্যান্ডো স্যানিটেলকে বলেন, তার বন্ধবী তাকে বলেছিলেন কেউ মনে হয় গুলি করছে। কিন্তু তার মনে হয়েছিল এটা কোনও গান শুরুর অংশ। বন্দুকধারীর বন্দুক থেকে গুলি বর্ষণ দেখার আগ পর্যন্ত রোজি মনে করেছিলেন এটা সত্যিকার গুলির শব্দ নয়।

ওরল্যান্ডের সমকামী নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন

তবে রোজি তার বান্ধবীকে নিয়ে ক্লাব থেকে পালাতে পেরেছিলেন। তারা গুলিবিদ্ধ একজনকে ক্লাব থেকে বের হতে সহযোগিতাও করেন। এই দম্পতি আতঙ্কিত হলেও আঘাত পাননি।

রব রিক নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, ক্লাব বন্ধ হওয়ার আগ মুহূর্তে রাত ২টার দিকে হামলা হয়। তিনি বলেন, সবাই তাদের গ্লাসে শেষ চুমুক দিচ্ছিলেন। তিনি জানান, ক্লাবে ওই মুহূর্তে শতাধিক মানুষ ছিলেন। গুলির শব্দ শুনে তিনি মেঝেতে শুয়ে পড়েন এবং হামাগুড়ি দিয়ে ডিজে বুথের দিকে এগিয়ে যান। ক্লাবের এক বাউন্সার একটি পার্টিশন ভেঙে ফেলেন। তা দিয়ে ক্লাবের পেছন দিকে অনেকে পালিয়ে যান।  

যখন প্রথম গুলি হয় ক্রিস্টোফার হানসেন ছিলেন ভিআইপি লাউঞ্জে। তিনি জানান, আমি মনে করেছিলাম কেউ মজা করছে। তাতে সায় দিয়ে তিনি মেঝেতে শুয়ে প্লিজ প্লিজ বলে চিৎকারের অভিনয় করেন। কিন্তু যখন আমি গুলিবিদ্ধ হয়ে মানুষকে পড়ে যেতে দেখি, রক্ত দেখি, তখন প্রার্থনা শুরু করি যেন আমি গুলিবিদ্ধ না হই। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন:

ফ্লোরিডার নাইটক্লাবে হামলার ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করলেন হিলারি, ট্রাম্প

কে এই ওমর মতিন?

আইএসকে হটিয়ে দক্ষিণ মসুলে ইরাকি বাহিনী

/এএ/এসএ/

সম্পর্কিত
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
ভারত ও পাকিস্তানের সংঘাত চীন-যুক্তরাষ্ট্র লড়াইও?
পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা