শনিবার রাজধানী ঢাকার গুলশানে আর্টিজান নামের এক রেস্টুরেন্টে কমান্ডো অভিযান শেষে অন্তত একজন জাপানি নাগরিককে উদ্ধার করা হয়েছে। জাপান সরকারের হিসেবে অনুযায়ী, ওই রেস্টুরেন্টে ৮ জন জাপানি নাগরিক থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত বাকি ৭ জনের হদিস পাওয়া যায়নি। জাপানের ডেপুটি চিফ কেবিনেট সেক্রেটারি কইচি হাগিউদার বক্তব্যকে উদ্ধৃত করে জাপান টাইমস খবরটি নিশ্চিত করেছে।
জাপান টাইমসের খবরে বলা হয়, আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি হওয়া ৮ জাপানি জাইকার একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন।
শনিবার জীবিত উদ্ধার হওয়া জাপানি নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাগিউদা। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়েছে।
জাপান টাইমস জানায়, জাইকা কর্তৃপক্ষ এর আগে ৮ নাগরিক নিখোঁজ থাকার তথ্য দিয়েছিল।
ডেপুটি চিফ কেবিনেট সেক্রেটারি কইচি হাগিউদা জানান, এরইমধ্যে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আবেকে জানিয়েছেন, তিন বিদেশিসহ ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের ওই রেস্টুরেন্টে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের এই রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। শনিবার রেস্টুরেন্টটিতে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে ৬ বন্দুকধারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে, যাদের মধ্যে ২ জন শ্রীলঙ্কার এবং একজন জাপানি নাগরিক। ঘটনাস্থল থেকে ২০টি মরদেহও উদ্ধার করার কথাও জানিয়েছে আইএসপিআর।
সূত্র: জাপান টাইমস
/এফইউ/বিএ/