X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ, গ্রেফতার ১৩৯

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ০৩:৫৬আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৪:০৯
image

মালদ্বীপে জারিকৃত জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ করার অপরাধে ১৩৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ, গ্রেফতার ১৩৯ প্রতিবেদনে বলা হয়, আরও ৩০ দিন বাড়িয়ে ২২ মার্চ পর্যন্ত জরুরি অবস্থা বর্ধিত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। ৫ ফেব্রুয়ারি প্রথম জরুরি অবস্থার ঘোষণা আসে।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট শুরু হলে গত ৫ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। গ্রেফতার করা হয় প্রধান বিচারপতিসহ দুই বিচারপতিকে। নতুন করে ৩০ দিন মেয়াদ বাড়ানোর পর প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই জরুরি অবস্থা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের জন্য প্রযোজ্য হবে।

শুক্রবার বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ও ইয়ামিনের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

পুলিশের মুখপাত্র আহমেদ শিফান বলেন, শুক্রবার রাতে ১৪১ জনকে গ্রেফতার করা হয়। পরে দুইজনকে  ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশপড়া বিশেষ পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের গ্রেফতার করেছেন। মিছিল ছত্রভঙ্গ কর েপিপার স্প্রে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

গত সপ্তাহে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে জরুরি অবস্থার মধ্যে কোনোরকম মিছিল বা বিক্ষোভের অনুমোদন দেওয়া হবে না।  

ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মালদ্বীপ কর্তৃপক্ষ জরুরি অবস্থার মধ্য দিয়ে বাকস্বাধীনতা হরণ করছে। ওই ১৩৯ জন নিজেদের মত প্রকাশ করছিলেন।

সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ওমর ওয়ারাইস বলেছেন, গ্রেফতারকৃতদে অবিলম্বের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

/এমএইচ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন