X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাহাথিরের নেতৃত্বে সরকার গঠনের দাবিতে অনলাইন পিটিশন

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৮, ১৪:২৮আপডেট : ১০ মে ২০১৮, ১৮:২২
image

মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান সরকারকে স্বীকৃতি দিতে একটি অনলাইন আবেদন করা হয়েছে। দেশটির কনফারেন্স অব রুলারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনে বলা হয়, ওই পিটিশনে স্বাক্ষর সংগ্রহ চলছে।

মাহাথির মোহাম্মদ
বুধবার (৯ মে) মালয়েশিয়ায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বিজয় লাভ করে। ২২২টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল তাদের। কিন্তু পাকাতান জোটের আনুষ্ঠানিক নিবন্ধন না থাকায় পাকাতান চেয়ারম্যান মাহাথির মোহাম্মদের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ পিছিয়ে যেতে পারে। এ অবস্থায় সরকার গঠনের কাজ দ্রুত করতে কনফারেন্স অব রুলারকে আহ্বান জানিয়ে এই পিটিশন করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ওই পিটিশনের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ চলছে।

উল্লেখ্য, কনফারেন্স অব রুলার মালয়েশিয়ায় দরবার নামেও পরিচিত। মালয়েশিয়ার ৯টি রাজ্যের শাসক এবং বাকি চারটি রাজ্যের গভর্নর ও রাজাদের নিয়ে এ পরিষদ গঠিত। রাজা ও উপ-রাজাদের শূন্যস্থান পূরণে নির্বাচন আয়োজন করা, দেশের সংবিধান ও বিভিন্ন নীতিমালায় সংশোধনী সংক্রান্ত কাজগুলো পালন করে এই কনফারেন্স অব রুলার।

মালয়েশিয়ার নির্বাচনের পর অনলাইনে ছড়িয়ে পড়া পিটিশনে বলা হয়, ‘পাকাতান হারাপানের বিজয়ের মধ্য দিয়ে রাকইয়াতদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ কণ্ঠস্বর পুনরুচ্চারিত হচ্ছে। কোনও ধরনের ব্যাঘাত ছাড়া দেশের শাসনব্যবস্থা বজায় রাখতে মালয়েশিয়ায় দ্রুত একটি সরকার ঘোষণা করা প্রয়োজন। আমাদের রুলার এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেবে বলেই আমাদের প্রার্থনা।’

দ্য স্টার জানায়, মালয়েশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মে) সকাল ১১টা ৫০ নাগাদ পিটিশনটিতে ৬৪ হাজার ৭৯৫টি স্বাক্ষর সংগৃহীত হয়েছে। এই উদ্যোগ গ্রহণকারীরা ৭৫ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন।  

মালয়েশিয়ার নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১০ মে) জানিয়েছে, নির্বাচনে পিকেআর পেয়েছে ১০৪টি, বারিসান ন্যাসিওনাল পেয়েছে ৭৯টি, ডিএপি পেয়েছে ৯টি, পারটি ওয়ারিসান সাবাহ পেয়েছে ৮টি, সলিডারিটি তানাহ এয়ারকু পেয়েছে একটি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।



/এফইউ/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!