X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর অঙ্গীকার লঙ্কান প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ১৪:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৯

২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের পর শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এমন অঙ্গীকার করেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কার পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোকে পুরোপুরি ঢেলে সাজানো হবে।

নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর অঙ্গীকার লঙ্কান প্রেসিডেন্টের

মাইথ্রিপালা সিরিসেনা বলেন, যেসব নিরাপত্তা কর্মকর্তা হামলার ব্যাপারে আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিল, তারা এ ব্যাপারে প্রেসিডেন্টকে অবহিত করেনি। এসব কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবারের ওই বিস্ফোরণে নিহত হন ৩৫৯ জন। নিহতদের মধ্যে ৩৮ বিদেশিও রয়েছে। এছাড়া হামলায় আহত হন আরও প্রায় ৫০০ জন। বিস্ফোরণের আগে দফায় দফায় এ হামলা নিয়ে লঙ্কান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। সর্বশেষ হামলার মাত্র দুই ঘণ্টা আগেও দেশটিকে সতর্ক করেছিল তারা। এর আগে গত ৪ এপ্রিল এবং ২০ এপ্রিল রাতেও দুই দফায় লঙ্কান গোয়েন্দাদের এ বিষয়ে সতর্ক করে দিল্লি। ১১ এপ্রিল শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়াসুনদারা শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা পাঠান। এতে বলা হয়, 'একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) প্রখ্যাত চার্চ এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে।'

এর আগে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিসভার মুখপাত্র রজিথা সেনারত্ন বলেন, দুই সপ্তাহ আগেই কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। এতে হামলাকারীদের নামও উল্লেখ করা হয়েছিল। তবে ওই সতর্কতা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পর্যন্ত পৌঁছায়নি।

ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে নিজেদের দাবির পক্ষে সরাসরি কোনও প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে তারা।

২৪ এপ্রিল লঙ্কান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন সাংবাদিকদের জানান, ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় ৯ আত্মঘাতী হামলাকারী জড়িত ছিল বলে নিশ্চিত হয়েছে দেশটির তদন্তকারীরা। তাদের সবাই শ্রীলঙ্কার নাগরিক। নয়জন আত্মঘাতীর মধ্যে আটজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, নয় আত্মঘাতী বোমারুর মধ্যে এক নারীও ছিল। তিনি জানান, ভয়াবহ ওই সিরিজ হামলার ঘটনায় ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রুয়ান বিজয়বর্ধন বলেন, হামলাকারীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত। তারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। হামলাকারী ও তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো। অন্তত একজন আত্মঘাতী হামলাকারী লন্ডনে পড়াশোনা করেছে। দেশে ফেরার আগে সে অস্ট্রেলিয়া থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সূত্র: বিবিসি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা