X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভারতীয় বাহিনীর বিধ্বস্ত বিমানের যাত্রীদের খোঁজে অভিযান

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ১৪:৫১আপডেট : ১২ জুন ২০১৯, ১৫:৩১
image

নিখোঁজ হওয়ার আটদিনের মাথায় মঙ্গলবার (১১ জুন) ভারতীয় বিমান বাহিনীর এন-৩২ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিললেও এখনও যাত্রীরা নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে বুধবার (১২ জুন) সকাল থেকে অরুনাচল প্রদেশের দুর্গম এলাকায় অভিযান শুরু হয়েছে।

দুর্গম এলাকায় অভিযান চলছে
গত ৩ জুন দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিমান। দুপুর ১টার সময় শেষবার যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ৮ জন ক্রু সদস্য ও ৫ জন যাত্রী ছিলেন। বিমান বাহিনীর সি-১৩০জে ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট, সুখোই সু-৩০ লড়াকু বিমান, নেভি-পি ৮-১ সার্চ এয়ারক্র্যাফ্টের পাশাপাশি বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজে চলেছিল বিমানটিকে। পাশাপাশি ইসরোর উপগ্রহ ও চালকহীন আকাশযানের সাহায্যেও তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে মঙ্গলবার অরুণাচল প্রদেশের সিংয়াম জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার ১২,০০০ ফুট উপর থেকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। আর একদিন পর বুধবার (১২ জুন) থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান।

বিমানবাহিনী, সেনাবাহিনীর সদস্য এবং পর্বতারোহীদের সমন্বয়ে গঠিত দল বুধবার সকাল সাড়ে ৬টা থেকে অভিযান শুরু করেছে। যাত্রীদের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি কেউ জীবিত আছেন কিনা তারও সন্ধান চালানো হচ্ছে। যে এলাকায় বিমানটির সন্ধান পাওয়া গেছে তা অত্যন্ত দুর্গম। সেই সঙ্গে খারাপ আবহাওয়া বিরাজ করছে।

হেলিকপ্টার থেকে ধারণকৃত এক ভিডিওর উল্লেখ করে এনডিটিভি জানিয়েছে, অভিযানস্থলটির আকাশ খুব মেঘাচ্ছন্ন এবং উপত্যকাগুলো খুব সরু। সব মিলে সেখানে অভিযান পরিচালনার কাজটি খুব চ্যালেঞ্জিং।

অরুণাচল প্রদেশ সরকারের এক কর্মকর্তা জানান, অভিযান চালাতে পশ্চিম সিয়াং-এর কায়িআং এলাকায় একটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। একজন চিকিৎসক এবং অন্য জরুরি সেবাগুলো সেখানে স্থাপন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ব্যাক আপ দলকেও।

এএন-৩২ বিমানটি রাশিয়ায় তৈরি। এতে দুইটি ইঞ্জিন থাকে। ভারতীয় বায়ুসেনা গত চার দশকেরও বেশি সময় ধরে এই ধরনের বিমান ব্যবহার করে। বছর তিনেক আগে ২০১৬ সালে একটি এ এন ৩২ বিমান বঙ্গোপসাগরের উপর নিখোঁজ হয়ে গিয়েছিল। চেন্নাই থেকে ওড়ার পর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। সেই বিমানটিকে খুঁজে বের করতে ভারতীয় বিমান বাহিনী নিজেদের সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছিল। দীর্ঘদিন ধরে তল্লাশি চলে। কিন্তু কোথাও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিমানে থাকা ২৯ জনকেই মৃত বলে ধরে নেওয়া হয়। 

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট