X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ট্রাম্পকে বন্ধুত্বস্বরূপ আরেকটি গাছ পাঠাবেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৯, ১১:১৯আপডেট : ১৩ জুন ২০১৯, ১২:২০

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাগানো ‘বন্ধুত্বের নিদর্শনস্বরূপ’ গাছটি মারা যাওয়ার পর আরেকটি চারা পাঠানোর কথা জানালেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে গাছটি মারা গেছে। আমি আরেকটি গাছ পাঠাবো।’ সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-ফ্রান্স সম্পর্ক  টানাপোড়েনের মাঝেই খবর আসে যে দুই নেতার ‘বন্ধুত্বের নিদর্শনের’ ওই গাছ মারা গেছে। তবে ম্যাক্রোঁ এখানে অন্য কোনও বিষয় না খোঁজার অনুরোধ জানিয়ে বলেন যে তিনি নতুন করে চারা পাঠাবেন।  

ট্রাম্পকে বন্ধুত্বস্বরূপ আরেকটি গাছ পাঠাবেন ম্যাক্রোঁ ২০১৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে একটি উপহার নিয়ে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেই উপহারটি ছিল একটি গাছের চারা। তারপর সেটি লাগানো হয়েছিল হোয়াইট হাউসের লনে। দুই নেতা খুব ঘটা করে গাছটি লাগিয়েছিলেন। তাদের স্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু লাগানোর কিছুদিনের মধ্যেই গাছের চারাটি সেখান থেকে উধাও হয়ে যায়। চলতি সপ্তাহে এএফপি-সহ বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, লাগানোর কিছু দিনের মধ্যেই গাছটি মারা গেছে। 

প্রথম বিশ্বযুদ্ধে ২০ হাজার মার্কিন সেনা যেই ফরাসি বনে মারা যায়, সেখান থেকেই আনা হয়েছিলো গাছটি। কিন্তু ক্যামেরা সরে গেলে গাছটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমন সময়ে গাছটি মারা যাওয়ার খবর এলো, যখন জলবায়ু পরিবর্তন এবং ইরানের পারমাণবিক ইস্যুসহ নানা বিষয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ বা টানাপড়েন চলছে।

মঙ্গলবার ম্যাঁক্রো বলেন, এটা খুবই দুঃখজনক যে গাছটি মারা গেছে। তবে এখানে অন্য কিছু না খোঁজার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমি আরেকটি গাছ পাঠাবো।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, অন্যের স্বাধীনতার জন্য লড়াই করার ক্ষেত্রে কেউই যুক্তরাষ্ট্রের মতো এগিয়ে আসে না।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল