X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুরসির মৃত্যু নিয়ে ‘রাজনীতিকরণ’ করছে জাতিসংঘ: মিসর

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৯, ২০:৫৫আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:৪৪

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যু নিয়ে জাতিসংঘ ‘রাজনীতিকরণ’ করছে বলে অভিযোগ তুলেছে দেশটির সরকার। তাদের দাবি, মুরসির ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে। জাতিসংঘের অভিযোগ একদমই ভিত্তিহীন।

মুরসির মৃত্যু নিয়ে ‘রাজনীতিকরণ’ করছে জাতিসংঘ: মিসর সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মিসরীয় কারাগারে বন্দি ছিলেন মুরসি। সোমবার (১৭ জুন) আদালতের এজলাসে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মঙ্গলবার এ ঘটনায় তদন্তের আহ্বান জানায় জাতিসংঘ।

আর এক বিবৃতিতে জাতিসংঘের এ পদক্ষেপের ‘নিন্দা’ জানিয়েছেন মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাফেজ। তার দাবি, ‘এটা স্বাভাবিক মৃত্যু ছিলো।’ তিনি বলেন, মিসরের রাষ্ট্রীয় সংগঠন ও বিচারিক বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জাতিসংঘ। কোনোরকম ষড়যন্ত্রের অভিযোগ একদম ভিত্তিহীন।

গত ৭ মে আদালতে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন মোহাম্মদ মুরসি। বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। তার পরিবারও অনেক দিন ধরে কারাগারে কর্তৃপক্ষের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

চলতি সপ্তাহের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে আহ্বান জানানো হয়েছিলো মিসর যেন তাদের কারাবন্দিদের সঙ্গে ভালো আচরণ করে। এক বিৃবতিতে সংস্থাটি জানায়, আটকাবস্থায় মুরসিকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে কিনা, পরিবার ও আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগের যথেষ্ট সুযোগ ছিল কিনা- এসব বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া তাকে অনেকদিন ধরেই নির্জন কারাবাসে রাখার অভিযোগও রয়েছে।

মুসলিম ব্রাদারহুড সমর্থিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) নেতা মুরসি দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। ২০১১ সালে আরব বসন্তের হাত ধরে আসা এক গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারক পদচ্যুত হন। পরের বছরেই নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মুরসি। তামারুদ’ নামের একটি গোষ্ঠীর মাধ্যমে সাজানো এক বিক্ষোভ আয়োজন করে ২০১৩ সালে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। মুরসির হাতে সেনাপ্রধান হওয়া আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতায় বসেন।
মুরসিকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও কাতারের কাছে রাষ্ট্রীয় তথ্য পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতের মুখোমুখি করা হয়। তার বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের কাছে তথ্য পাচারেরও অভিযোগ আনা হয়। ২০১৬ সালের জুনে তথ্য পাচারের মামলায় মুরসিকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। দেশের গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ