X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যুতে মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৩
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার  হাউস্টন ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেছে কাশ্মিরের কয়েকজন অধিকারকর্মী ও শিখ সম্প্রদায়ের স্বাধীনতাপন্থী সংগঠন খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট। এই মামলায় কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার জনগণের ওপর নির্যাতন, আটক, গুম ও হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কাশ্মির ইস্যুতে মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে ঘিরে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছে বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। ৩৯ দিন পর সম্প্রতি কারফিউ তুলে নিলেও থমথমে পরিস্থিতি যায়নি কাশ্মিরের। নতুন কাশ্মির প্রতিষ্ঠা ও সেখানকার উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে এমন দাবি করা হলেও সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান।

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাষ্ট্রের হাউস্টনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। হাউস্টনে নরেন্দ্র মোদির উপস্থিতির কয়েকদিন আগেই সেখানকার আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হলো।

হাউস্টন ক্রনিকল নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন নিপীড়নের ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট জানিয়েছে, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ দখলদারিত্বের অভিযোগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিহ শাহ ও কানওয়াল জিৎ সিংকেও অভিযুক্ত করা হয়েছে এ মামলায়।

 

/এইচকে/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ