X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটিশদের উদ্দেশে করবিনের ছেলের খোলা চিঠি

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:০২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২১
image

এক খোলা চিঠিতে লেবার নেতা জেরেমি করবিনের ছেলে বেন করবিন নিজেদেরকে পৃথিবীর সবথেকে গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করেছেন। তিন ছেলের পক্ষ থেকে লেখা চিঠিতে বেন তার বাবা জেরেমির সততা, বিনয় আর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার অঙ্গীকারের কথা তুলে এনেছেন। বেন বলেছেন, সাম্য ন্যায়বিচার আর শান্তির পক্ষে তার বাবার অবস্থান ‘সেকেলে’ নয়, বরং ভবিষ্যতের রাজনীতিতে এইসব প্রশ্ন অতীতের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।  

ব্রিটিশদের উদ্দেশে করবিনের ছেলের খোলা চিঠি

বেন করবিনের সেই চিঠি:

গতকাল ছিল বিষাদের দিন, আজ তার মাত্রা আরও বেশি, কাল তা আরও প্রকট হবে। জেরেমি তার রাজনৈতিক জীবনের প্রতিটি দিনই এমন সব মানুষের জন্য ব্যয় করেছেন যারা আপনার-আমার মত সৌভাগ্যবান নয়। বিষাক্ত রাজনীতির এই পৃথিবীতে তার মতো সৎ, বিনয়ী ও মহৎ প্রকৃতির একজন মানুষকে ৩৬ বছর ধরে প্রতিনিয়ত ঘৃণা ও বিদ্বেষের শিকার হতে হয়েছে।

টানা ৩১ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে জেরেমি তার নেতৃত্বে সংঘটিত সব প্রচারণাতেই শান্তি ও ন্যায়বিচারের কথা বলেছেন।  এই পৃথিবীতে তা যতো কঠিনই হোক না কেন, লেবার নেতা হিসেবে তিনি তার জন্যই কাজ করে গেছেন। এবার এমন একটি নির্বাচনি ইশতেহার তিনি উপহার দিয়েছেন, যা এর আগে কখনও যুক্তরাজ্যবাসী দেখেনি। পুরো কাঠামো-ব্যবস্থাকেই চ্যালেঞ্জ জানিয়েছেন জেরেমি।  

যখন নেতা ছিলেন তখন জেরেমির প্রতি আক্রমণও অনেক বেশি ছিলো। চারপাশ থেকে তার দিকে আক্রমণ ধেয়ে আসছিলো। আমরা এর আগে কখনও এমন রাজনীতিক পাইনি, যাকে এতোটা নিন্দা ও সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু তার দায়িত্ব নেওয়ার বিশাল কাঁধ এবং সমালোচনা সহ্য করার মোটা চামড়া সবই সামাল দিয়েছে; যেন আমরা সবাই ক্ষুধা ও বর্ণবাদমুক্ত একটি পৃথিবীর স্বপ্ন দেখতে পারি। এই মানুষটি এতোটা শক্তি দিয়ে সবকিছু মোকাবিলা করেছে যা পরিমাপ করা সম্ভব নয়।

আমরা রাজনীতিতে বিদ্বেষ আর হিংসার কথা শুনতেই অভ্যস্ত। তবে জেরেমি বার্তা দিয়েছেন সততা-শ্রদ্ধা আর ভালোবাসার। আমরা তাকে নিয়ে গর্বিত বললে আসলে কম বলা হবে। তিনি যে আদর্শের জন্য লড়াই করছেন, তা যদি আমরা সেকেলে বলি তাহলে ভুল হবে। সামনের দিনগুলোতে আমরা দেখবো, অন্য যে কোনও সময়ের চেয়ে তার বার্তাগুলো এখন কতোটা বেশি গুরুত্বপূর্ণ।  তার এই স্বপ্নকে বিশ্বাস করে যারা সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। পৃথিবীর সবচেয়ে গর্বিত তিন সন্তানের পক্ষ থেকে আমি বলতে চাই, এই লড়াই চালিয়ে যান। 

উল্লেখ্য, যুদ্ধবিরোধী আন্দোলনের দুই কর্মী; শিক্ষক মা আর প্রকৌশলী বাবার সন্তান জেরেমি করবিন। করপোরেট মিডিয়া করবিনকে কট্টর বামপন্থী হিসেবে সামনে আনতে চায়। তবে প্রকৃতপক্ষে তিনি পুরনো উদারবাদী-দর্শনের মানুষ; যে দর্শন নাগরিকের জীবনে রাষ্ট্রের ভূমিকা সংকুচিত রাখা এবং একইসঙ্গে সামাজিক চুক্তির অংশ হিসেবে তার অধিকার ও সুরক্ষার প্রশ্নটিকে বিবেচনায় নেওয়ার দায়বদ্ধতা স্বীকার করে। পাশ্চাত্যের কাছে তিনি বিতর্কিত ইস্যুর সমর্থক। দলের বিরুদ্ধে বারবার ভোট দিয়ে তিনি বিদ্রোহী।  ইস্যুগুলো ফিলিস্তিনের জাতি মুক্তির আন্দোলনের মতো ইস্যু, কিংবা যুদ্ধবিরোধিতার প্রশ্ন।

শ্রমিক ইউনিয়নের মধ্য দিয়ে করবিনের রাজনীতি শুরু। ১৯৭৪ সালে লেবার পার্টির পক্ষ থেকে উত্তর লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে তার স্বপ্নের মতো উত্থান। পার্টির বামপন্থী অংশ তাকে নামিয়ে দেয় নেতৃত্বের লড়াইয়ে। পুরনো লেবার রাজনীতির ধারায় দলকে ফেরাতে চান তিনি। দলকে মুক্ত করতে চান নব্য উদারবাদের বিষধারী অভিজাতদের হাত থেকে। কোনও ভেল্কিবাজি নয়, সত্যিকারের জনইস্যু, আর পার্টির তৃণমূলে নিরঙ্কুশ গণতন্ত্রের দর্শনে অন্তহীন বিশ্বাস তার যাদুকরী শক্তি। এই শক্তির কারণেই অখ্যাত মানুষটি হয়ে ওঠেন দলের শীর্ষ নেতা। নির্বাচনে লেবার পার্টির ভয়াবহ পরাজয়ের পর তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত