X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান দখলবিরোধী মার্কিন ইহুদি গোষ্ঠীর

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ০১:৫০আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি দখলবিরোধী মার্কিন ইহুদি গোষ্ঠী জে স্ট্রিট। মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, এটি অবশ্যই স্পষ্ট ট্রাম্প প্রশাসন আজ যে পরিকল্পনা প্রকাশ করেছে তাতে ফিলিস্তিন-ইসরায়েল নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করার কোনও সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান দখলবিরোধী মার্কিন ইহুদি গোষ্ঠীর

মঙ্গলবার হোয়াইট হাউসে বহুল আলোচিত ও বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিরা চুক্তিটি উন্মোচনের আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছে। ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম প্রস্তাব করা হয়েছে। কিন্তু অবিভক্ত জেরুজালেমকে ইসরায়েলের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের স্বীকৃতি হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জে স্ট্রিট নিজেদের ইসরায়েল ও শান্তির পক্ষে বলে পরিচয় দেয়। তারা দাবি করেছে, ইসরায়েল ডানপন্থী রাজনীতিকদের এজেন্ডা এই পরিকল্পনার মাধ্যমে বৈধতা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, দখলকৃত পশ্চিম তীরের একাংশে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ইসরায়েলের নেতাদের শক্তিশালী করেছেন। যারা আন্তর্জাতিক আইন, ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘণ করে এই একীভূতকরণ চালিয়েছে। এর মধ্য দিয়ে ইহুদি মানুষের গণতান্ত্রিক মাতৃভূমি হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

বামপন্থী ইহুদি গোষ্ঠীও ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সংহতি জানিয়ে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। জুইশ ভয়েস ফর পিস নামের সংগঠনের শীর্ষ আইনজীবী রাব্বি আলিসা ওয়াইস এটিকে একটি বর্ণবাদী পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক চেতনা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির কারণে ফিলিস্তিনিদের ভূমি ট্রাম্প কাউকে দিতে বা নেতানিয়াহু চুরি করতে পারেন না। দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রয়োজন হলো ন্যায় বিচার, স্বাধীনতা ও সবার জন্য সমতা।

/এএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা