X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় সন্ত্রাসবাদের দায়ে সাত 'নৈরাজ্যপন্থী'র কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮
image

রাশিয়ায় সন্ত্রাসবাদসহ তিনটি অভিযোগে সাত নৈরাজ্যপন্থীকে (অ্যানার্কিস্ট) বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (১০ ফেব্রুয়ারি) ওই সাত বামপন্থী অ্যাক্টিভিস্টকে কারাদণ্ড দেন দেশটির একটি সামরিক আদালত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অ্যাক্টিভিস্টরা।

রাশিয়ায় সন্ত্রাসবাদের দায়ে সাত 'নৈরাজ্যপন্থী'র কারাদণ্ড

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন ও ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের সময় হামলা পরিকল্পনার দায়ে ‘দ্যা নেটওয়ার্ক’ নামের একটি নৈরাজ্যবাদী গোষ্ঠীকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও ওই বামপন্থী অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়। অভিযুক্তদের বেশিরভাগই প্রাদেশিক শহর পেনজার বাসিন্দা, যাদের বয়স ২৩ থেকে ৩১ এর মধ্যে।

অ্যাক্টিভিস্টরা ওইসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অভিযোগগুলো কল্পিত। তাদের কয়েকজন জানিয়েছেন, জোরপূর্বক স্বীকারোক্তি নিতে কারাগারে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সোমবার সামরিক আদালতে তাদের রায় দেওয়ার সময় সেখানে ওই রায়কে ‘লজ্জা’ বলে স্লোগান দেন তাদের শতাধিক সমর্থকরা। আর ক্রেমলিনের সমালোচকরা আদালতের ওই রায়ের সমালোচনা করে বলেছেন, অ্যাক্টিভিস্টদের নির্যাতন করে এখন তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মামলার বিষয়ে সচেতন ছিলেন। তবে এতে তার হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেছেন, ‘এই পরিস্থিতি বারবার খতিয়ে দেখেছেন প্রেসিডেন্ট এবং সবকিছু আইনানুযায়ী সঠিকভাবে হচ্ছে কীনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের বারবার নির্দেশ দিয়েছেন তিনি।’

দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি টুইটার পোস্টে এই দণ্ডাদেশকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নির্যাতন করে একটি কাল্পনিক সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে এই তরুণদের কাছে সাক্ষ্য নেওয়া হয়েছে। রাশিয়া সরকারের যে কোনও মন্ত্রী একজন অপরাধীর থেকে ১০ গুণ এবং এই তরুণদের থেকে সমাজের জন্য বেশি হুমকি।’

বামপন্থী অ্যাক্টিভিস্ট ও ফ্যাসিবাদবিরোধী ওই তরুণদের রাজনৈতিক কারাবন্দি বলে আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠন মেমোরিয়াল।

সন্ত্রাসবাদের ওই মামলার বিরুদ্ধে দেশটিতে প্রতিবাদ হয়েছে। ওই মামলা বাতিল চেয়ে ইতোমধ্যে ৫০ হাজার মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী