X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সঙ্গে লড়ছে করোনায় আক্রান্ত শিশু

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১৩:৫৬আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৪:২৯
image

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১২ বছর বয়সী এক শিশু। এমা নামের ওই শিশুটি এখন আটলান্টায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চাচাতো ভাই অ্যান্থনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন,  এমা সম্প্রতি কোথাও ঘুরতে যায়নি। কিভাবে সে এ ভাইরাসের সংস্পর্শে এসেছে তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সঙ্গে লড়ছে করোনায় আক্রান্ত শিশু

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়োজ্যেষ্ঠ এবং নাজুক স্বাস্থ্যের অধিকারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে বেশি মৃত্যুঝুঁকিতে থাকেন শিশুরা এ ভাইরাসে আক্রান্ত কিংবা অন্যের শরীরে এ ভাইরাস ছড়াতে ভূমিকা রাখলেও তাদের অসুস্থতার মাত্রা খুব বেশি হয় না।  তবে এমার ক্ষেত্রে তা ঘটেনি। ভয়ঙ্কর স্বাস্থ্য-সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

‘সবাই বলছিলো, কম বয়সী মানুষদের ওপর এ ভাইরাস প্রভাব ফেলে না। কিন্তু এখন ১২ বছর বয়সী এক শিশু তার জীবন বাঁচাতে লড়াই করছে। লোকজনের উচিত সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। শিশুদের প্রতি যত্নবান হওয়া উচিত। এ ভাইরাসটিকে গুরুত্ব দিতে হবে।‘ বলেন হাসপাতালে চিকিৎসারত এমার চাচাতো ভাই অ্যান্থনি।

চিলড্রেন’স হেলথকেয়ার অব আটলান্টা-স্কটিশ রাইট হসপিটাল নিশ্চিত করেছে তাদের এক রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। হাসপাতালটির মুখপাত্র জেসিকা পোপ বলেন, ‘ওই রোগীকে বিচ্ছিন্ন করে (আইসোলেশন) রাখা হয়েছে এবং আমরা যথাযথভাবে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিলাম।’

গত ১৫ মার্চ এমার নিউমোনিয়া ধরা পড়ে। শুক্রবার (২০ মার্চ) রাতে তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ আসে। শনিবার হাসপাতালে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। অ্যান্থনি জানান, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্থনি জানান, এমার মায়ের অনুমতি নিয়েই তিনি এসব কথা বলছেন। তিনি চান, করোনাভাইরাসের গুরুতর অবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে। ‘শুরুতেই আমি বুঝে গিয়েছি এটি (করোনা) কতটা বিপজ্জ্জনক।‘ বলেন তিনি। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ৪৫৭ জনের। রবিবার (২২ মার্চ) জর্জিয়াতে ৫০০’রও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছে ২০ জন। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি