X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
করোনাভাইরাস মহামারি

ট্রাম্পের ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত রুখতে গিয়ে পদ হারালেন কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ১২:০০আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৩:২৩

বেশ কিছুদিন ধরেই করোনাভাইরাসের ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এই সংশ্লিষ্ট ক্লোরোকুইন ব্যবহার করতে মার্কিন কর্মকর্তাদের চাপ দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ওষুধ ব্যবহার নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের (বিএআরডিএ) পরিচালক রিক ব্রাইট। এক পর্যায়ে তাকে পদচ্যুত করা হয়। বুধবার এক বিবৃতিতে ব্রাইট দাবি করেছেন, ঝুঁকিপূর্ণ ওষুধের ব্যবহার নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত রুখতে গিয়ে পদ হারালেন কর্মকর্তা

হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়। করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক হিসেবে এগুলো বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। করোনার চিকিৎসায় এগুলোর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই এটিকে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়েছেন। হাইড্রোক্সিক্লোরোকুইন এর প্রধান উৎপাদক ভারতকে চাপ দিয়ে বেশ কিছু আমদানিও সেরে ফেলেছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে বিএআরডিএ’র সাবেক পরিচালক রিক ব্রাইট বলেন, ‘করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে যখন সব বিকল্প খুঁজে দেখার প্রস্তুতি নিচ্ছিলাম এবং কাঠামোর বাইরে গিয়ে ভাবছিলাম তখন সঠিকভাবেই কোনও প্রমাণহীন ওষুধ ঠেকানোর চেষ্টা করেছিলাম।' তিনি দাবি করেন, সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই মার্কিন সরকার ওষুধটিকে সর্বরোগের ওষুধ হিসেবে ব্যবহার করেছে।

গত মঙ্গলবার বিএআরডিএ’র তদারকি কর্তৃপক্ষ মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের তরফে জানানো হয় রিক ব্রাইটকে জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের অধীনে অন্য একটি প্রকল্পে পদায়ন করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, নতুন দায়িত্বে ব্রাইট রোগ নির্নয় প্রক্রিয়া উন্নয়নের দায়িত্ব পালন করবেন।

ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ২০১৬ সালে বিএআরডিএ পরিচালক হিসেবে নিযুক্ত হন প্রতিষেধক ও থেরাপি বিশেষজ্ঞ রিক ব্রাইট। তাকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে মঙ্গলবার এক ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি কখনোই তার সম্পর্কে শুনিনি। ’

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ