X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

করোনায় কেমন কাটছে সাত লক্ষাধিক ব্রিটিশ বাংলাদেশির জীবন?

মুনজের আহমদ চৌধুরী
০৯ মে ২০২০, ০২:০০আপডেট : ০৯ মে ২০২০, ০২:১০
image

করোনাভাইরাসের মহামারিতে ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এখন সর্বাধিক মৃতের দেশ যুক্তরাজ্য। আর এই দেশটিতে রয়েছে সাত লক্ষাধিক ব্রিটিশ বাংলাদেশি। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ন‌্যাশনাল স্টাটিসটিকস (ওএনএস) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, এই মহামারিতে শ্বেতাঙ্গদের চেয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মৃত্যুর হার চার গুণ বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই কমিউনিটির ১৫৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। এমন অবস্থায় উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে সময় কাটছে কমিউনিটির সদস্যদের।

করোনায় কেমন কাটছে সাত লক্ষাধিক ব্রিটিশ বাংলাদেশির জীবন?

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসের মহামারিতে দুই লাখ ১২ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩১৫ জনের।

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও লন্ড‌নের বর্ষীয়ান কমিউনিটি নেতা কে এম আবু তা‌হের চৌধুরী বাংলা ট্রিবিউন‌কে জানান, বৃহস্প‌তিবার ব্রিটে‌নের লকডাউন শি‌থিল করার কথা শোনা গেলেও তা আগামী সপ্তাহ পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে। আগামী সপ্তা‌হে এই সিদ্ধান্ত পর্যালোচনা করার কথা রয়েছে। তি‌নি আ‌রও ব‌লেন, ‘নথিভুক্তির বাইরে থাকা প্রায় বিশ হাজার মানুষ লকডাউ‌নে বেকার হ‌য়ে অসহনীয় মান‌বেতর জীবন কাটা‌চ্ছেন। তাদের বি‌ভিন্ন সংগঠ‌নের মাধ‌্যমে যতটুকু সম্ভব সহায়তার চেষ্টা কর‌ছি। অনেক বাংলা‌দেশি ঘ‌রে মারা যা‌চ্ছেন। তাদের দাফ‌নের ব‌্যাবস্থা করতে হচ্ছে।’

লন্ডনের নিউহাম কাউন্সিলের ডেপুটি ক্যাবিনেট মেম্বার মুজিবুর রহমান জসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে মৃত্যুর হার বেশি হওয়ায় কাউন্সিলর হিসেবে ঘরে থেকেই অফিস করছি। সময় কাটছে বাগান করে আর পোষা প্রাণীদের দেখাশোনায়।’ তিনি বলেন, এই মুহূর্তে কমিউনিটির বেশিরভাগ সদস্যই ঘরে থাকছেন। তবে কেউ কেউ লকডাউন অমান্য করে নানা ছুতোয় মুদি দোকান কিংবা রাস্তাঘাটে ভিড় করছেন।

লন্ডনের নিউহাম কাউন্সিলের ডেপুটি ক্যাবিনেট মেম্বার মুজিবুর রহমান জসিম

স‌লি‌সিটর ও লেখক বিপ্লব কুমার পোদ্দার জানান, ব্রিটে‌নে লকডাউন ঘোষনার পর থে‌কে তি‌নি প‌রিবা‌রের সদস‌্যদের নি‌য়ে ঘ‌রেই থাকছেন। লেখা‌লে‌খি আর পড়াশুনায় সময় কাটছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না তিনি।

দৈ‌নিক আমা‌দের নতুন সম‌য়ের যুক্তরাজ‌্য প্রতি‌নিধি সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, লকডাউন বলতে আমরা ইতালি বা ফ্রান্সে যেরকম কড়াকড়ি দেখেছি বৃটেনে তার ছিটেফোঁটাও নেই। এখানে ঘরে থাকতে বলা হলেও মানুষকে বাধ্য করতে আইন প্রয়োগ করা হয়নি। একদিকে লকডাউন ঘোষণা করতে সরকারের গড়িমসি অন্যদিকে পাবলিক ট্রান্সপোর্ট খোলা রাখায় জনগনের অবাধ চলাফেরায় মৃত্যুর সংখ্যা তালিকায় বিশ্বে যুক্তরাজ্য এখন দ্বিতীয় এবং ইউরোপে সবার উপরে। তিনি বলেনম ‘একজন ফ্রন্টলাইন কর্মী হিসেবে কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়েছে। যদিও যাওয়া বা না যাওয়া ছিল আমার ইচ্ছা। তারপরও ভেবে দেখেছি আমি একজন কাজে গেলে দেশ বি‌দেশ মি‌লি‌য়ে অন্তত ৩০ জন মানুষকে ঘর থেকে বের হতে হবে না। সে কার‌নে ঝুঁকি নি‌য়েও কা‌জে যা‌চ্ছি।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন