X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্ট্রেলিয়ায় ‘দশকের সবচেয়ে মারাত্মক’ ঝড়ের আঘাত

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১১:৪৮আপডেট : ২৫ মে ২০২০, ১২:০৬

পশ্চিম অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে মারাত্মক এক ঝড়। এতে প্রায় এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে বাড়িঘরের ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি বহু গাছ উপড়ে পড়েছে। ঝড়ের পর সোমবার ৬০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব বাড়ির বেশিরভাগই পার্থ শহরের। তবে দেশটির কর্মকর্তারা বলেছেন ঝড়ে কেউ হতাহত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ঝড়ের প্রস্তুতি নিতে বাসিন্দাদের আগেই সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা। অস্ট্রেলিয়ায় ‘দশকের সবচেয়ে মারাত্মক’ ঝড়ের আঘাত

রবিবার পশ্চিম অস্ট্রেলিয়ায় ধূলা ঝড়, মৌসুমী বৃষ্টিপাত এবং উপকূলীয় এলাকায় বিশালাকার ঢেউ আছড়ে পড়ে। সোমবারও সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ফলে আরও বন্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ঝড়টি পশ্চিমাঞ্চলীয় রাজ্যের দক্ষিণ অংশের অর্ধেক এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। ওই এলাকার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩২ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু অংশে ৭০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। তারা সতর্ক করেছে, ‘পশ্চিম অস্ট্রেলিয়ার জন্য এটা বিরল একটি ঘটনা।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশে নির্বাচনি রোডম্যাপ চেয়ে ড. ইউনূসকে অস্ট্রেলিয়ার ৪১ এমপির চিঠি
৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে পুনর্নির্বাচিত অস্ট্রেলিয়া সরকার
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পে অংশীদার হিসেবে যুক্ত হলো ‘ও.ক্রিডস’
আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পে অংশীদার হিসেবে যুক্ত হলো ‘ও.ক্রিডস’
অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র-বিশেষায়িত বিভাগ হবে এনবিআর
অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র-বিশেষায়িত বিভাগ হবে এনবিআর
ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পিটিয়ে হত্যার দায় স্বীকার পালিত ছেলের
ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পিটিয়ে হত্যার দায় স্বীকার পালিত ছেলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র