X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের লাগাম টানতে ফেসবুকের প্রতি আহ্বান শতাধিক বিজ্ঞানীর

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২০, ১৩:৩৯আপডেট : ০৭ জুন ২০২০, ১৩:৪৪

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর তথ্য এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য ছড়ানোর’ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ১৪০ জনেরও বেশি বিজ্ঞানী। ট্রাম্পকে এমন বিষয়বস্তু ছড়ানোর সুযোগ করে না দিতে ফেসবুকের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আর এমন আহ্বান জানানো এই বিজ্ঞানীরা ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের তহবিলপুষ্ট। ট্রাম্পের লাগাম টানতে ফেসবুকের প্রতি আহ্বান শতাধিক বিজ্ঞানীর

এই বিজ্ঞানীদের মধ্যে ৬০ জনেরও বেশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোতে অধ্যাপনার সঙ্গে যুক্ত। তাদের মধ্যে একজন নোবেল বিজয়ী অধ্যাপকও রয়েছেন। শনিবার মার্ক জাকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন তারা।

চিঠিতে বিশেষ করে জাতিগত বিদ্বেষকে ঘিরে বিদ্যমান টালমাটাল পরিস্থিতিতে ট্রাম্পের ‘বিভ্রান্তিকর তথ্য এবং উত্তেজনাপূর্ণ ভাষা’ যা জনসাধারণের জন্য ক্ষতিকর সেগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিটিতে ‘ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ও বিভাজনমূলক ভাষা’ ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে গবেষকদের রোগ প্রতিরোধ ও নির্মূলে প্রযুক্তির ব্যবহার এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের লক্ষ্যগুলোর পরিপন্থী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এই চিঠি দেওয়ার উদ্যোগের সঙ্গে জড়িতদের একজন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের দেবোরা মার্কস। তিনি বলেন, তাদের মিশন ফেসবুকের কয়েকটি অবস্থানের বিরুদ্ধে। তাই চিঠিতে তাদের সত্যের পক্ষে এবং ইতিহাসের সঠিক বাঁকে থাকতে উৎসাহিত করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মার্টিন ক্যাম্পম্যান এবং উটাহ ইউনিভার্সিটির জেসন শেফার্ড-ও রয়েছেন।

এই বিজ্ঞানীরা সবাই চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ প্রোগ্রামের অনুদানপ্রাপ্ত। এই প্রোগ্রামের আওতায় আলঝাইমার এবং পার্কিনসন রোগসহ নিউরো ডিজেনারেটিভ ব্যাধি প্রতিরোধ, নিরাময় এবং চিকিৎসার জন্য কাজ করা হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের পাঠানো ওই চিঠিতে ১৬০টিরও বেশি স্বাক্ষর রয়েছে। উটাহ ইউনিভার্সিটির জেসন শেফার্ড জানান, এতে স্বাক্ষরকারীদের প্রায় ১০ শতাংশই জাকারবার্গ দম্পতি কর্তৃক পরিচালিত ফাউন্ডেশনের কর্মী। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!