X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ১৫:২৫আপডেট : ৩০ জুন ২০২০, ১৭:৪৭

বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। এরমধ্যেই রীতিমতো আয়োজন করে বিয়ে করেন ভারতের বিহারের এক ব্যক্তি। ভালোয় ভালোয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পরদিনই মারা যান বর। একইসঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও ৮৯ জনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনার পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৮৯ জনের ফল পজিটিভ এসেছে। ৩১ জন আগে থেকেই আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বাকিরা বিয়ের অনুষ্ঠান থেকেই আক্রান্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরও টেস্ট করা হয়।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি (বর) বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছু দিনের জন্যে দিল্লি গিয়েছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছু দিন কোয়ারেন্টিনে ছিলেন। তখন তার মধ্যে সেভাবে কোনও লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে, যদিও তিনি তা উপেক্ষা করেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা আক্রান্ত হন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি