X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করাচি স্টক এক্সচেঞ্জে হামলার নেপথ্যে রয়েছে ভারত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ২৩:২২আপডেট : ০১ জুলাই ২০২০, ০১:১৭

করাচি স্টক এক্সচেঞ্জে চালানো হামলার নেপথ্যে ভারত রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (৩০ জুন) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, এ বিষয়ে পাকিস্তানের কোনও সন্দেহ নেই। ইমরান খানের দাবি, ২০০৮ সালের মুম্বাই হামলার মতো ঘটনা করাচিতে ঘটাতে চেয়েছিল ভারত। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

গত সোমবার (২৯ জুন) সকালে হামলার কবলে পড়ে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ ভবন। চার সশস্ত্র হামলাকারী ভবনের প্রবেশমুখে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে তিন নিরাপত্তা কর্মী এবং পুলিশের এক সাব-ইন্সপেক্টর নিহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হামলাকারীদের মৃত্যু হয়।

ওই ঘটনার জন্য ভারতকে দায়ী করে মঙ্গলবার পার্লামেন্টে ইমরান খান বলেন, ‘মুম্বাইয়ে যা ঘটেছিল, সেই একই ঘটনা তারা করাচিতে ঘটাতে চেয়েছিল; তারা অনিশ্চয়তা ছড়াতে চেয়েছিল। আমাদের কোনও সন্দেহ নেই যে, এটা ভারত করেছে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন। ওই হামলায় ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত।

করাচির হামলায় নিহত পুলিশ ও নিরাপত্তারক্ষী প্রশংসা করে তাদের ‘পাকিস্তানের বীর’ আখ্যা দেন ইমরান খান। তিনি বলেন, ‘তারা আত্মবিসর্জন দিয়ে বড় ধরনের ঘটনা প্রতিহত করেছে। আমাদের অস্থিতিশীল করতে ভারত ওই ঘটনার পরিকল্পনা করেছিল।’

হামলাকারীদের কাছে বিপুল অস্ত্র ও বিস্ফোরক ছিল জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, তারা বহু মানুষ জিম্মি করতে চেয়েছিল। ইমরান খান বলেন, ‘আমার মন্ত্রিসভা এবং মন্ত্রীরা সকলেই জানেন, আমাদের সব সংস্থাই অতিরিক্ত সতর্ক রয়েছে। আমাদের সংস্থাগুলো অন্তত চারটি বড় ধরনের সন্ত্রাসী হামলার চেষ্টা প্রতিহত করেছে। এরমধ্যে দুটি ইসলামাবাদে চালানোর চেষ্টা হয়।’ তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত... এটা আমাদের বিশাল জয়।’

উল্লেখ্য, সোমবারের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর দায় স্বীকার করে পাকিস্তানে বেআইনি ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সশস্ত্র এই গোষ্ঠীটি বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। তবে হামলার পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্যারামিলিটারি রেঞ্জার্সের প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, এর মধ্য দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র হতাশার প্রতিফলন দেখা গেছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী