X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় স্বামীর মৃত্যু, আতঙ্কে ২ মেয়ে নিয়ে রেললাইনে ঝাঁপ নারীর

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৮:৪৭আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:১২

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃত্যুতেই শেষ হচ্ছে না আতঙ্ক। যিনি বা যারা মারা যাচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন সামাজিকভাবে হোক বা মানসিকভাবে সেই ভুক্তভোগীদের পরিবারও শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক নারী রেলস্টেশনের একটি ফুটব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন। ওই নারীর স্বামী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, নারীর স্বামী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোভিড পজিটিভ হিসেবে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই আত্মহত্যা করতে যান ওই নারী। সন্তানসহ তিন জনকেই গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে।

করোনায় স্বামীর মৃত্যু, আতঙ্কে ২ মেয়ে নিয়ে রেললাইনে ঝাঁপ নারীর

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বামীর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছানোর পরেই পুলিশ এসে তাদের বাড়ির দিকে গলিটি ব্যারিকেড করে দেয়। ওই নারী আশঙ্কায় ছিলেন তিনি ও শিশুদের দেহেও কোভিড পজিটিভ ধরা পড়তে পারে। ব্যারিকেড করে দেওয়ার ফলে সমাজেও তিনি একঘরে হয়ে যাবেন এই আশঙ্কাও ছিল তার।

তবে মৃত্যুর খবরের পরে প্রতিবেশী এবং পুলিশ গলি ব্যারিকেড দিলেও যেভাবেই হোক নিজের দুই সন্তানকে নিয়ে ওই নারী বেরিয়ে পড়েন। একটি অটোরিকশা নিয়ে স্থানীয় নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান। ওই নারী তার সন্তানদের নিয়ে ফুট ওভারব্রিজে উঠেছিলেন। যাত্রীরা তাকে থামানোর আগেই তিনি বাচ্চাদের আঁকড়ে ধরে নিচে রেললাইনের ওপর ঝাঁপিয়ে পড়েন। ওই নারীর দুই মেয়ের একজনের বয়স ২ এবং একজনের ৪।

খবরে বলা হয়েছে, তাদের শিলিগুড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের এই শহরে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমাগতই বৃদ্ধি পেয়ে চলেছে। দার্জিলিং জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮৪ এবং ১০ জন মারা গেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!