X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আদালতে নিজের জন্য লড়বে ক্রাইস্টচার্চের হামলাকারী

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৪:৫৫আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৫:০২
image

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্রেন্টন ট্যারান্ট এর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে আগামী মাসে। তবে সেদিন আর তার পক্ষে আইনি লড়াই লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন সরকারি আইনজীবীরা। এমন অবস্থায় নিজেই নিজের প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছে ৫১ জনকে হত্যার ঘটনায় দায়ী ব্রেন্টন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রেন্টন ট্যারান্ট

২০১৯ সালের ১৫ মার্চ হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নুর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। এ ঘটনায় আটক হওয়া ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট-এর বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার প্রচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের করে পুলিশ। এ বছরের মার্চে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। আগামী ২৪ আগস্ট ব্রেন্টনের বিরুদ্ধে সাজা ঘোষণার কথা রয়েছে।

সোমবার সকালে হাইকোর্টের এক শুনানিতে আইনজীবীরা জানান, সরকারি খরচে এতোদিন তারা ব্রেন্টনের পক্ষে যে আইনি লড়াই লড়েছেন, তার থেকে এখন নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন। অকল্যান্ডের কারাগার থেকে এদিন অডিও ভিজুয়্যাল লিঙকের মাধ্যমে যুক্ত ছিল ব্রেন্টন।

এক বিবৃতিতে বিচারপতি ক্যামেরন মান্ডার বলেন, ‘যেহেতু ট্যারান্ট নিজেই নিজের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে আমি স্ট্যান্ডবাই পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের জন্য একজন আইনজীবী নিয়োগ দেব। এ পরামর্শকের কাজ হবে বিবাদীকে সহযোগিতা করা, যদি বিবাদী আদৌ সহযোগিতা চান।’

আগামী মাসে ব্রেন্টনের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ করতে তিনদিন লেগে যেতে পারে। এ সময়ে মধ্যে হামলার শিকার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনরা জবানবন্দি দেবেন। ব্রেন্টনের বিরুদ্ধে প্যারোলে মুক্তির সুযোগ না রেখে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হতে পারে। এযাবতকালে নিউ জিল্যান্ডে এ ধরনের সাজা কাউকে দেওয়া হয়নি।

 

/এফইউ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
টুভালুর এক-তৃতীয়াংশ মানুষ অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী
আইইপি বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি