X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ০৫:৫৮আপডেট : ২২ জুলাই ২০২০, ১৭:৪৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইরাকে জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনও ভুলবে না এবং অবশ্যই আমেরিকার বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে। মঙ্গলবার সন্ধ্যায় তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পার্স টুডে এ খবর জানিয়েছে।

সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

 

৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। হামলায় ইরাকের হাশদ আশ-শা’বি বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ উভয় দেশের আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এই প্রথম খামেনি কোনও বিদেশি অতিথির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তারা আপনাদের রাষ্ট্রীয় অতিথিকে আপনাদেরই ভূমিতে হত্যা করেছে এবং দ্ব্যর্থহীনভাবে সেই অপরাধের কথা স্বীকারও করেছে। এটি কোনও ছোটখাটো বিষয় নয়।

সোলাইমানির হত্যাকাণ্ডকে ইরাকে মার্কিন সেনা উপস্থিতির অন্যতম ফসল হিসেবে উল্লেখ করে এই উপস্থিতির অবসান ঘটানোর জন্য বাগদাদ সরকারের প্রতি খামেনি আহ্বান জানান। তিনি বলেন, ইরান কখনও ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে ইরান চায় ইরাক একটি সার্বভৌম, শক্তিশালী ও সম্মানিত দেশে পরিণত হোক।

খামেনি আরও বলেন, কিন্তু যুক্তরাষ্ট্র ঠিক উল্টোটা চায় এবং তা বাস্তবায়ন করতেই ইরাকে সেনা মোতায়েন করে রেখেছে।

বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে বন্ধুপ্রতিম ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন এবং মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য খামেনির প্রতি ধন্যবাদ জানান।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন